শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),৩১ ডিসেম্বর : শারিরীক সমস্যার কারনে দুধ পান করাতে অক্ষম নিজের মা ৷ এদিকে ক্ষুধার জ্বালায় চিল চিৎকার করছে দুধের শিশু । ইতিমধ্যে সেখানে হাজির হয় একটি স্ত্রী পথ কুকুর । ছাগ শিশুটি কুকুরটির কাছে গেলে পরম স্নেহে তাকে দুধ পান করায় । এখন কুকুর মায়ের দুধ পান করে দিব্যি বড় হয়ে উঠছে ছাগ শিশুটি । দুই ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে এহেন অপত্য স্নেহের নজর দেখা গেল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার খাঁজুলি গ্রামে । ভাতারে রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ঊষা দে’র কথায়, ‘এটা একটা ব্যতিক্রমী ঘটনা । এই ধরনের ঘটনা সচরাচর দেখা যায় না ।’
দেখুন ভিডিও :
জানা গেছে,খাঁজুলি গ্রামের বাসিন্দা জনৈক ফিরোজ শেখের বাড়িতে দিন সাতেক আগে একটি ছাগল সন্তান প্রসব করেছে । কিন্তু শারিরীক সমস্যার কারনে মা ছাগলটির স্তনে দুধ আসেনি । ফলে সে তার সন্তানকে দুধ পান করাতে অক্ষম । ছাগশিশুটি দুধ পানের জন্য তার কাছে গেলেই মেরে তাড়িয়ে দিচ্ছে । ফিরোজ শেখ জানিয়েছেন,তাঁর প্রতিবেশী শেখ আপেল মাহম্মদের সাত বছরের ছেলে তহসিন প্রতিদিন একটি স্ত্রী পথ কুকুরকে ডেকে খাবার দেয় । তহসিন কুকুরটির নাম রেখেছে টাইগার । একদিন তাদের বাড়ির ছাগ শিশুটিকে ক্ষুধার জ্বালায় চিৎকার করতে দেখে তহসিন তাকে কোলে করে টাইগারের কাছে নিয়ে যায় । ছাগ শিশুটিকে ধরে সে কুকুরটির দুধ পান করায় । কুকুরটিও কোনও বাধা দেয়নি । সেই শুরু। তারপর থেকে ওই পথ কুকুরেরই দুধ পান করছে তাঁর বাড়ির বাচ্ছা ছাগলটি ।
এদিকে এই কথা প্রচার হতেই দুই ভিন্ন প্রজাতির প্রাণীর এই প্রকার অপত্যস্নেহ চাক্ষুষ করতে ফিরোজ শেখেদের পাড়ায় ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা । কুকুরের দুধ পান করে ছাগল ছানার বড় হয়ে ওঠার ঘটনা রীতিমত চর্চার বিষয় হয়ে উঠেছে এলাকায় ।।