দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),৩০ ডিসেম্বর : ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । বছর ত্রিশের ওই দুই দুষ্কৃতির নাম আবুল হাসান মুন্সি ও শেখ ডালিম । ধৃতদের মধ্যে প্রথমজনের বাড়ি বীরভূম জেলার নানুর থানার পাকুরহাঁস গ্রামে । দ্বিতীয়জন পূর্ব বর্ধমানের দুবরাজদিঘি এলাকার বাসিন্দা । পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ভাতার থানার শিকোত্তর গ্রামের কাছে একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে । ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, ভোজালি প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে । বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে তুলে পুলিশ দু’জনকেই নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । ধৃতদের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বিচারক ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,শিকোত্তর গ্রামের কাছে
বর্ধমান-কাটোয়া রাজ্যসড়কের পাশে একটি পরিত্যক্ত ধাবা রয়েছে । বুধবার গভীর রাতে সেখানে প্রায় ৮ জনের একটি দুষ্কৃতিদল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল । গোপন সুত্র থেকে খবর পেতেই সেখানে হানা দেয় ভাতার থানার পুলিশের একটি দল । পুলিশের গাড়ি তাদের কাছাকাছি যেতেই তারা ছুটে পালিয়ে যায় । কিন্তু শেষ পর্যন্ত বাকিরা পালাতে সক্ষম হলেও পুলিশ দু’জনকে পিছু ধাওয়া করে ধরে ফেলে । এরপর তল্লাশি চালাতেই ধৃতদের কাছ থেকে অস্ত্রসস্ত্র উদ্ধার হয় । ধৃতদের জেরা করে বাকিদের সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।