এইদিন ওয়েবডেস্ক,হনুমানগড়(রাজস্থান),৩০ ডিসেম্বর : গাধা খুঁজতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম(SIT) গঠন করল রাজস্থানের হনুমানগড় জেলার খুইয়ান থানার (khuiyan police station) পুলিশ । সেই দলে রয়েছেন একজন এএসআই ও পাঁচজন কনস্টেবল । খুইয়ান থানা এলাকার দেওয়াসার (Dewasar) গ্রাম থেকে নিখোঁজ হওয়া ৭০ টি গাধার সন্ধানে এখন তাঁরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন আশপাশের গ্রামগুলিতে । নিখোঁজ গাধা সম্পর্কে লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন । এর পাশাপাশি গ্রামবাসীকে তাঁদের গবাদি পশু,বিশেষ করে গাধার উপর বিশেষভাবে নজর রাখার জন্য পরামর্শ দিচ্ছে পুলিশ ।
জানা গেছে,দেওয়াসার গ্রাম থেকে একের পর এক গাধা উধাও হয়ে যাওয়ায় গবাদি পশু প্রতিপালনকারীরা সম্প্রতি থানার বাইরে বিক্ষোভ দেখান । চাপে পড়ে পুলিশ প্রায় ১৫-১৭ টি গাধা উদ্ধার করে আনে । খবর দেওয়া হয় গ্রামবাসীদের । এরপর গ্রামবাসীরা থানায় এসে গাধার নাম ধরে ডাকাডাকি করেন । কিন্তু উদ্ধার হওয়া গাধাদের মধ্য থেকে কেউ টুঁশব্দ করেনি । তখন গ্রামবাসীরা ওই গাধাগুলো নিতে অস্বীকার করে । গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রামবাসীরা জড়ো হয়ে থানায় ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় । শেষে পুলিশ ১৫ দিনের মধ্যে নিখোঁজ গাধাগুলো খুঁজে বের করার আশ্বাস দিলে তারা আন্দোলন প্রত্যাহার করে নেয় ।
খুইয়ান থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজেন্দর শর্মা জানান, দেওয়াসার গ্রামের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন যে গত ৭-৮ দিন ধরে তাঁদের পোষ্য গাধাগুলি একের পর এক উধাও হয়ে যাচ্ছে । লোকজনের অভিযোগের ভিত্তিতে ১৫-১৭ টি গাধা উদ্ধার করা হয়েছিল । গ্রামবাসীদের থানায় এসে তাঁদের গাধা চিহ্নিত করতে বলা হয়েছিল । তাঁরা এসে গাধাগুলোকে পিংকু, মোহর ও বাবলু নামে ডাকলেও গাধারা সাড়া দেয়নি । তখন গ্রামবাসীরা গাধাগুলো নিতে অস্বীকার করেন ।
তিনি বলেন, ‘এখন একজন এএসআই-এর নেতৃত্বে সিট গঠন করে গাধাদের খোঁজ শুরু করা হয়েছে ৷ নিখোঁজ গাধাগুলো চিহ্নিত করার জন্য আশেপাশের গ্রামবাসীদের তাঁদের গবাদি পশু বিশেষ করে পোষ্য গাধাগুলিকে গোয়ালেই রাখার জন্য বলা হয়েছে ।’ এদিকে উদ্ধার করা গাধাগুলি গ্রামবাসীরা নিতে অস্বীকার করায় চরম বিপাকে পড়ে গেছে পুলিশ । কারন প্রতিদিন জোটাতে হচ্ছে বিপুল পরিমান খাবার । এছাড়া গাধাগুলির পরিচর্যার জন্য দু’চারজন পুলিশ কর্মীকে পালা করে দায়িত্ব দিতে হয়েছে ।।