এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),২৯ ডিসেম্বর : কুড়ি লক্ষ টাকা ব্যয়ে সরকারি উদ্যোগে তৈরি করা হয়েছে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স । নির্মানের কাজ সম্পূর্ণ হওয়ার প্রায় পর থেকেই স্টেডিয়ামে রাখা হয়েছে ‘সবুজ সাথী’ সাইকেলের যন্ত্রাংশ । রোজ একাধিক কারিগর মিলে সেই যন্ত্রাংশ এসেম্বল করে সাইকেলে রুপ দিচ্ছেন । সেই সাইকেল সরবরাহ করা হচ্ছে ব্লক এলাকার স্কুলগুলিতে । বর্তমানে স্টেডিয়াম জুড়ে জায়গা করে নিয়েছে ‘সবুজ সাথী’ সাইকেল ও সাইকেলের যন্ত্রাংশ । ফলে খেলার পরিবর্তে স্পোর্টস কমপ্লেক্স এখন ‘সাইকেল এসেম্বল ওয়ার্কশপ’-এ পরিনত হয়েছে বলে অভিযোগ । এনিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ ।
জানা গিয়েছে, বছর তিনেক আগে রাজ্য সরকারের যুব কল্যাণ দপ্তরে উদ্যোগে ও ব্লক প্রশাসনের সহযোগিতায় চাঁচোল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের পড়ুয়াদের খেলাধুলার জন্য স্কুল চত্বরে তৈরি করা হয়েছিল ইনডোর স্পোর্টস কমপ্লেক্স । এই অত্যাধুনিক কমপ্লেক্স তৈরিতে ব্যায় হয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকা । কিন্তু খেলার জন্য স্টেডিয়াম তৈরি করা হলেও বর্তমানে সেই স্টেডিয়ামে স্থান পেয়েছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল । সেখানে খেলাধুলা করতে এসে পড়ুয়ারা দেখে স্টেডিয়ামের ভিতরে চলছে সাইকেল তৈরীর কাজ । আর এনিয়ে ব্লক প্রশাসনের উপর ক্ষুব্ধ পড়ুয়া,স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার মানুষ ।
এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আশররুল হক । তিনি বলেন, ‘বারবার প্রশাসনকে জানানোর পরেও কোনও কাজ হয়নি । আমরা চাই যে উদ্দেশ্যে এত খরচ খরচা করে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে সেই উদ্দেশ্যেই ব্যাবহৃত হোক স্টেডিয়ামটি । আমার স্কুলের ছেলে মেয়েরা সেখানে খেলাধুলা করতে পারছে না । আর এজন্য অবিভাবকদের কাছে আমাদের জবাবদিহি করতে হচ্ছে ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন,স্টেডিয়াম তৈরি হলেও এযাবৎ খেলাধুলার সামগ্রী সরবরাহ করা হয়নি । স্টেডিয়ামে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে যথাযথ ব্যাবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ।
এই বিষয়ে চাঁচোলের মহকুমাশাসক কল্লোল রায় বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না । সাইকেলগুলো দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাবস্থা করার জন্য ব্লক প্রশাসনকে বলা হবে ।’।