এইদিন ওয়েবডেস্ক,সুরাট,২৯ ডিসেম্বর : পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের মামলায় অভিযুক্ত যুবককে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিল আদালত । আর সাজা ঘোষণার পরেই বিচারকের দিকে জুতো ছুড়ে মারল অভিযুক্ত যুবক । বুধবার গুজরাটের সুরাটের একটি আদালতে বিচারপর্ব চলাকালীন ঘটনাটি ঘটেছে । যদিও জুতো লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে সাক্ষী বাক্সের কাছে । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে ।
আদালত সুত্রে খবর,বছর সাতাশের ওই অভিযুক্ত যুবকের নাম সুজিত সাকেত(Sujit Saket) । তাঁর বাড়ি মধ্যপ্রদেশে । নির্যাতিতা শিশুর বাবা-মা পরিযায়ী শ্রমিকের কাজ করেন । কর্মসুত্রে তাঁরা সুরাটের হাজিরা থানা (Hazira police station) এলাকায় থাকেন । বাবা-মায়ের সঙ্গে গিয়েছিল শিশুটি । ঘটনাটি ঘটে চলতি বছরের ৩০ এপ্রিল ।
জানা গেছে,ওইদিন শিশুটিকে একা পেয়ে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে নির্জন জায়গায় ডেকে নিয়ে যায় সুজিত সাকেত । যেখানে সে মেয়েটিকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করে । এনিয়ে সুরাটের হাজিরা থানায় এফআইআর দায়ের করেন নিহত শিশুর পরিবার । পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতারের পর তার বিরুদ্ধে খুন ও পকসো আইনে মামলা রজু করে আদালতে পেশ করে । সুরাটের একটি আদালতের বিশেষ পকসো বিচারক পি.এস. কালার (P.S. Kala) এজলাসে এই মামলাটির শুনানি চলছিল । বিচারক অভিযুক্তকে দোষী সব্যস্ত করেন । বুধবার ছিল সাজা ঘোষণার দিন । এদিন বিচারক সাজা ঘোষণা করতেই আসামী ক্ষিপ্ত হয়ে জুতে খুলে বিচারককে লক্ষ্য করে ছুড়ে মারেন । কিন্তু জুতো লক্ষ্যভ্রষ্ট হয় । আচমকা এই ঘটনায় হতচকিত হয়ে যান এজলাসে উপস্থিত বিচারক, আইনজীবীসহ অনান্য লোকজন ।।