এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),২৯ ডিসেম্বর : কাজ শেষে ট্রাক্টরে চড়ে বাড়ি ফিরছিলেন এক শ্রমিক । সেই সময় কোনওভাবে সে নিচে পড়ে যায় । পিষ্ট হয়ে যায় ট্রাক্টরের চাকায় । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ এরপর মৃতদেহ সড়ক পথের ধারে ফেলে ট্রাক্ট্রর নিয়ে চম্পট দেয় চালক । পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ । মঙ্গলবার রাতে দূর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার নাজিরপুর বাসস্ট্যান্ড এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতের নাম পিন্টু মণ্ডল(২৮) । তাঁর বাড়ি নাজিরপুরের বেগমগঞ্জ এলাকায় । বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে ।
মৃতের বাবা ফুলেশ মণ্ডল,আত্মীয় হরি মণ্ডলরা জানিয়েছেন,মঙ্গলবার রাতে স্থানীয় শ্মশানে মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ট্রাক্টরে করে কাঠ পৌঁছে দিয়ে দিতে গিয়েছিল পিন্টু । একই গ্রামের বাসিন্দা রবি নামে এক যুবক ওই ট্রাক্টরের চালকের কাজ করে । সে পিন্টুর ঘনিষ্ঠ বন্ধু । তারা শ্মশানে কাঠ ফেলে দিয়ে এসে রাত্রি প্রায় ১২ টা নাগাদ ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরছিল । সেই সময় পিন্টু কোনওভাবে নিচে পড়ে যায় । তার বুকের উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায় । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । হরি মণ্ডল বলেন,’পরে জানতে পারি ট্রাক্টরের চালক ও অনান্যরা মিলে পিন্টুর মৃতদেহ একটি পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করে । কিন্তু কোনও কারনে তা সম্ভব না হওয়ায় দেহটি নাজিরপুর স্ট্যান্ডে রাস্তার পাশে ফেলে দেয় । বিষয়টি স্থানীয় এক মিষ্ঠান্ন বিক্রেতার নজরে পড়ে যাওয়ায় ট্রাক্টর নিয়ে পালিয়ে যায় চালক ।’
জানা গেছে, গভীর রাতের দিকে খবর পেয়ে নাজিরপুর স্ট্যান্ড এলাকায় রাজ্য সড়কের ধার থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মানিকচক থানার পুলিশ । পরে খবর পেয়ে থানায় আসে মৃতের পরিবারের লোকজন । যদিও এদিন বিকেল পর্যন্ত এনিয়ে থানায় নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে ।।