শেখ মিলন,ভাতাড়,১৪ ডিসেম্বর : লাগাতার প্রচার সত্ত্বেও হুঁশ ফেরেনি সাধারন মানুষের । কোনও প্রকার সুরক্ষা ছাড়াই হাটে-বাজারে ঘুরে বেড়াচ্ছেন এলাকার অধিকাংশ বাসিন্দারা । এদিকে করোনা সংক্রমনে রাশ পড়েনি । কোভিড-১৯ এর টিকা কবে আসবে তাও নিশ্চিত করে জানা যাচ্ছে না । তাই মানুষকে সচেতন করতে ফের পথে নামতে হল পুর্ব বর্ধমান জেলা পুলিশকে । সোমবার ভাতাড় থানার পুলিশের উদ্যোগে ভাতারের নাসিগ্রাম মোড়ে কয়েক হাজার পথচলতি মানুষের হাতে মাক্স তুলে দেওয়া হয় । বাড়ির বাইরে কোথাও গেলে মাস্ক পড়ে যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মানুষের কাছে আবেদনও জানানো হয় পুলিশের পক্ষ থেকে ।
আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন । অনেক আগেই খুলে গেছে বাজারহাটগুলি । চলছে সমস্ত রুটের বাস । সম্প্রতি লোকাল ট্রেন চলাচলও শুরু হয়েছে । কিন্তু হাটে বাজারের লোকজনের পাশাপাশি বাস-ট্রেনের যাত্রীদের মধ্যে করোনা ভীতির লেশমাত্র লক্ষ্য করা যাচ্ছে না । গ্লাভস তো দুরের কথা অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক । এদিকে দু’একটা করে হলেও করোনা সংক্রমন চলছে ।
পুর্ব বর্ধমানের জেলা প্রশাসনের কোভিড-১৯ সংক্রান্ত রবিবারের রিপোর্ট থেকে জানা গেছে ,জেলায় মোট কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ১১১০৩ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০৩৯৩ জন । রবিবার বিকেল ৫ টা পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ৫৪৩ জন । তার মধ্যে রবিবারে ৫২ জন আক্রান্ত হয়েছেন । জেলায় কোভিডে মোট মৃতের সংখ্যা ১৬৭ জন বলে ওই রিপোর্টে উল্লেখ রয়েছে ।
সেই হিসাবে পুর্ব বর্ধমান জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রনের মধ্যেই রয়েছে । তবে থেমে নেই সংক্রমন । অল্প হলেও প্রতিদিনেই কোভিড আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে জেলায় । এই অবস্থায় সাধারন মানুষের অসচেতনতার ফলে পরিস্থিতি পালটে যেতে পারে বলে আশঙ্কা করছেন অভিজ্ঞমহল । তাই এদিন ভাতাড় থানার পুলিশের পক্ষ থেকে সাধারন মানুষের মধ্যে মাস্ক বিতরন ও করোনা নিয়ে সচেতন করা হয় । পাশাপাশি চলে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রচার ।।