এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),২৬ ডিসেম্বর : হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূলের সঙ্গে কংগ্রেস-সিপিএম জোটের সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নিল মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসা সংলগ্ন এলাকা । এক কংগ্রেস কর্মীর মাথা ফেটেছে বলে জানা গেছে । শেষে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় । সংঘর্ষের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
জানা গেছে,রবিবার ছিল কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ৷ নির্বাচনে জোট করে লড়ছে কংগ্রেস ও সিপিএম । মাদ্রাসা চত্বরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যাবস্থা ছিল । এদিকে নির্বাচন শুরু হওয়ার আগেই তৃণমূল কংগ্রেস ও জোটের বেশ কিছু কর্মী মাদ্রাসার বাইরে জড়ো হয়েছিলেন । ভোট শুরু হতেই দুই যুযুধান পক্ষের লোকজনের মধ্যে কোনও কারনে বচসা বাধে । ক্রমে তা সংঘর্ষের চেহারা নেয় । উত্তেজনার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া । শেষে পুলিশ লাঠিচার্জ করে দু’পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দেয় । পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে ফের ভোটগ্রহন শুরু হয় ।
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম বলেন, ‘শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন হচ্ছিল এবং মানুষ ভোট দিতেও আসছিলেন । সেটা দেখে ভয় পেয়ে তৃণমূল পরিকল্পনামাফিক হরিশ্চন্দ্রপুর থেকে সমাজ বিরোধীদের নিয়ে এসে ঝামেলা পাকায় । আমাদের দলের একজন কর্মীর মাথা ফেটেছে ৷ আর তাকেই গ্রেপ্তার করা হয়েছে । পুলিশকেও ব্যবহার করেছে তৃণমূল ।’ অন্যদিকে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন,’সকল মানুষ আমাদের পক্ষে। ওদের দিকে কেউ নেই। নিজেদের হার নিশ্চিত বুঝে এসব কুৎসা রটাচ্ছে । এতে ওদের কোনও লাভ হবে না ।’।