এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৬ ডিসেম্বর : শ্রী শ্রী সারদা মায়ের ১৬৯ তম জন্মতিথি উপলক্ষে উৎসব মুখর হয়ে উঠল জয়রামবাটির মাতৃমন্দির । রবিবার সকাল থেকে পরম ভক্তি,শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে বিশেষ এই দিনটি ৷ ভোরে মাতৃমন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে মায়ের পূজার্চনার পর বাজনা সহযোগে বের হয় প্রভাতফেরি । এরপর সারা দিন ব্যাপি রয়েছে বিভিন্ন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান । এই পূণ্য দিনটিতে মা সারদার জন্মভিটেতে কাটানোর জন্য রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পূণ্যার্থী উপস্থিত হয়েছেন । মঠের আবাসনে আশ্রয় নিয়েছেন পূণ্যার্থীরা । কোথাও তিল ধারনের জায়গা নেই । এছাড়া মাতৃমন্দিরের সামনে যে কটি হোটেল রয়েছে সেগুলিতেও পূণ্যার্থীদের ভিড়ে পরিপূর্ণ । পূজোর সময় তাঁরা মন্দিরে এসে উপস্থিত হচ্ছেন । সারা বছর ধরেই পূণ্যার্থীদের জন্য মাতৃমন্দিরে অন্ন ভোগের আয়োজন করা হয় । বিশেষ এই দিনটিতে তার কোনও ব্যাতিক্রম হয়নি । বরঞ্চ সারদা মায়ের জন্মতিথিতে রয়েছে বিশেষ আয়োজন ।
এদিকে কামারপুকুর-বিষ্ণুপুর সড়ক পথ থেকে মাতৃমন্দির যাওয়ার রাস্তার দুধারে বসেছে বিভিন্ন দোকানপাট । সব মিলিয়ে ভক্তি, শ্রদ্ধা আর উৎসবের মেজাজে এই বিশেষ দিনটি শুরু হয়েছে জয়রামবাটিতে । পূণ্যার্থীরা বিশেষ পুজাপাঠে যেমন অংশ নিচ্ছেন তেমনি মায়ের বাড়ি, মাতৃ মন্দির ঘুরে দেখছেন । ভক্তি ভরে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রী শ্রী সারদা মাকে । জয়রামবাটির কিছুটা পাশেই কামারপুকুরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান । সেখানেও ভিড় জমাচ্ছেন পূণ্যার্থীদের দল ।।