এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৫ ডিসেম্বর : স্ত্রীকে খুঁজে না পেয়ে শ্যালিকার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের দরবার এলাকায় । পুজা মন্ডল নামে ক্ষতিগ্রস্থ ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর জামাইবাবু পাপ্পু সিংকে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ । জামাইবাবুর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শ্যালিকা । যদিও শ্যালিকার অভিযোগ অস্বীকার করেছেন পাপ্পু । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,পাপ্পু সিংয়ের বাড়ি উত্তরপ্রদেশে । বিষ্ণুপুরের বাসিন্দা পুজা মন্ডলের বোন কাজল মন্ডলের সঙ্গে পাপ্পুর বছর দশেক আগে বিয়ে হয় । কিন্তু বিয়ের পর থেকেই পাপ্পু তাঁর স্ত্রীর উপর অত্যাচার চালাতে শুরু করে বলে অভিযোগ । সম্প্রতি অত্যাচারের মাত্রা আরও বেড়ে গিয়েছিল । শেষ পর্যন্ত অত্যাচার সহ্য করতে না পেরে বিষ্ণুপুরে দিদির বাড়িতে এসে ওঠেন কাজল । পুজা মন্ডল বাড়ি বাড়িতে পরিচারিকার কাজ করেন । দুপুর নাগাদ কাজ সেরে তিনি বাড়ি ফেরেন ৷
পুজাদেবী বলেন,’প্রতিদিনের মত আজও কাজ সেরে বাড়ি ফিরে এসে দেখি আমার গোটা বাড়ি ভস্মীভূত হয়ে গেছে । আমার সন্দেহ জামাইবাবুই আমার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে । কারন উত্তরপ্রদেশ থেকে এসে দিদির খোঁজ করছিলেন জামাইবাবু । তখন দিদি বাড়িতে ছিল না । আমি সেই কথা ওনাকে বলি । কিন্তু উনি আমার কথা বিশ্বাস করতে চাইছিলেন না ৷ জামাইবাবুর সন্দেহ আমি নাকি দিদিকে কোথাও লুকিয়ে রেখেছি । আর তার জেরেই জামাইবাবু আমার বাড়িতে আগুন ধরিতে দিয়েছেন বলে মনে । এই ঠান্ডার সময় ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে কোথায় থাকবো জানিনা ।’
জানা গেছে,বিষ্ণুপুর শহরের দরবার এলাকায় ইঁটের দেওয়াল অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া ঘর ছিল পুজা মন্ডলদের । এদিন সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় তাঁর বাড়িটি দাউদাউ করে জ্বলছে ।
স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে । পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ । তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি সর্বতোভাবে সাহায্যের আস্বাস দিয়েছেন ।।