এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৪ ডিসেম্বর : শুক্রবার ভোর রাত্রি ৩ টে নাগাদ বাংলাদেশের ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এযাবৎ ৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে । তার মধ্যে ৩৬ টি মৃতদেহ আগুনে পুড়ে এতটাই বিকৃত হয়ে গেছে যে পরিবারের লোকজন মৃতদেহগুলি শনাক্ত করতে পারছেন না বলে জানা গেছে । অবশ্য বাকি ৫ জনের মৃতদেহ শনাক্ত করে নিয়ে গেছেন পরিবারের লোকজন । মৃতদেহগুলি শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার করা হবে বলে জানিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন ।
জানা গেছে,এদিন ভোর রাতের দিকে এমভি অভিযান-১০ নামে ওই লঞ্চটি সুগন্ধা নদী দিয়ে ঢাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল । সেই সময় প্রচুর সংখ্যক যাত্রী ছিল লঞ্চটিতে । ভোর রাত্রি ৩ টে নাগাদ লঞ্চটি গাবখান ধানসিঁড়ি এলাকায় আসতেই আচমকা ইঞ্জিনরুমে আগুন ধরে যায় । নিমেষের মধ্যে সেই আগুন গোটা লঞ্চে ছড়িয়ে পড়ে । সেই সময় সিংহভাগ যাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন । ফলে ৪১ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান । প্রায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর । বেশ কিছু যাত্রী প্রাণ বাঁচাতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন । তাঁদের মধ্যে অনেকের এযাবৎ কোনও সন্ধান পাওয়া যায়নি ।
এদিকে খবর পেতেই স্থানীয় ঝালকাঠির দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পাশাপাশি বরিশাল থেকে দমকল বাহিনীর একটি ওয়াটার ভেহিকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে । দমকলবাহিনী ছাড়াও কোস্টগার্ড ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে হাত লাগান । যাত্রীদের উদ্ধারের জন্য ছুটে আসেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য থেকে আশপাশের লোকজনও । বৃহস্পতিবারে সাধারনত ওই লঞ্চটিতে ভিড় বেশি থাকে । তাই দূর্ঘটনার সময় লঞ্চটিতে ৮০০ থেকে ১০০০ জন যাত্রী ছিল বলে মনে করা হচ্ছে ।।