এইদিন ওয়েবডেস্ক,অ্যান্টানানারিভো,২২ ডিসেম্বর : দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের পুলিশ মন্ত্রী সার্জে গেল (Serge Gelle) দাবি করেছেন তাঁর হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হওয়ার পর তিনি টানা ১২ ঘন্টা সমুদ্রে সাঁতার কেটে নিজের প্রাণ বাঁচিয়েছেন । সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে, ৫৭ বর্ষীয় সার্জ গেইলকে একটি স্ট্রেচারে ক্লান্ত অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় । তিনি বলছেন, ‘আমার মৃত্যুর সময় আসেনি । হ্যাঁ, আমি অবশ্যই ঠান্ডা কিন্তু আহত নই । গত রাত (মঙ্গলবার) ৭.৩০ থেকে আজ সকাল(বুধবার) ৭.৩০ অব্দি সাঁতরে তিনি মহাম্বো (Mahambo) শহরে পৌঁছেচেন ।’ তিনি আরও বলেন, ‘খেলাধুলায় বরাবর তাঁর আগ্রহ ছিল । মন্ত্রী হয়েও এই ছন্দ বজায় রেখেছি । ঠিক ত্রিশ বছরের যুবকের মতো । আমি চাই আপনি এই ভিডিওটি সম্প্রচার করুন যাতে আমার পরিবার দেখতে পারে, আমার সহকর্মীরা দেখতে পারে, সরকারী সদস্যরা দেখতে পারে । আমি বেঁচে আছি এবং ভালো আছি ।’
পুলিশ মন্ত্রীর সঙ্গে সফররত চিফ ওয়ারেন্ট অফিসার আন্দ্রিয়ানারিসন লাইটসারা জিমিও দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন বলে জানা গেছে । তবে হেলিকপ্টারের পাইলট এবং অন্য একজন সামরিক কর্মকর্তা এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন মাদাগাস্কারের রাষ্ট্রপতি অ্যান্ড্রি রাজোয়েলিনা (Andry Rajoelina) । টুইটারে একটি পোস্টে, ‘রাষ্ট্রপতি পুলিশ মন্ত্রীর সাহসিকতার প্রশংসা করার আগে সোমবারের নৌকা দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ।
জানা গেছে,সোমবার রাতে একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে । তাতে প্রায় ৬৪ জনের মৃত্যু হয় । এযাবৎ ৪৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । কিন্তু ২০ জন এখনও নিখোঁজ রয়েছে । দূর্ঘটনাগ্রস্থ জাহাজটি পণ্যবাহী ছিল তাতে যাত্রী বহনের জন্য অনুমোদন ছিল না বলে জানা গেছে । তা সত্ত্বেও প্রচুর সংখ্যক যাত্রীকে চাপানো হয়েছিল ওই জাহাজে ।।