এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২২ ডিসেম্বর : ৪১ লক্ষ টাকা তছরুপের অভিযোগে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারসহ ৩ ব্যাঙ্ক কর্মীকে গ্রেফতার করল বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম কৌশিক কৈরি, শিশির মণ্ডল ও অরিজিৎ রজক । মঙ্গলবার রাতে গ্রেফতারের পর বুধবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় । পুলিশ ধৃতদের ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতদের ২ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।
পাবলিক প্রসিকিউটর ইন্দ্র নারায়ণ বিশ্বাস বলেন,’২০১৮ সালে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার অন্তর্গত নারানপুরে সিন্ডিকেট ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন । তাঁর অভিযোগ ছিল ভুয়ো ভোটার কার্ড ও অনান্য নথিপত্র দেখিয়ে প্রায় ৪১ লাখ টাকার লোন নেওয়া হয়েছে ব্যাঙ্ক থেকে । ব্যাঙ্ক ম্যানেজার এনিয়ে থানায় ৪০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন । অভিযুক্তদের তালিকায় রয়েছেন অভিযোগকারীর পূর্ববর্তী ব্যাঙ্ক ম্যানেজার কৌশিক কৈরিসহ অনান্য ব্যাঙ্ক কর্মীরা । সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ৪২০,৪৬০,৪৭১ প্রভৃতি ধারায় মামলা রজু হয় ।’
অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিনন্দন সাউ বলেন,’অভিযোগ হতেই পারে । তার সাথে আমাদের কোনও সম্পর্ক নেই । ব্যাঙ্কের পক্ষ থেকে রিজিওন্যাল ম্যানেজার কোর্টে এভিডেভিড দিয়ে জানিয়েছেন ব্যাঙ্কের আভ্যন্তরীণ তদন্তে ওই তিনজনের বিরুদ্ধে প্রতারণার কোনও প্রমানই পাওয়া যায়নি । তবে গাফেলতি ছিল বলা যেতে পারে । এটাই আমাদের তরফ থেকে আজ আদালতকে বলা হল ।’ পাশাপাশি তিনি বলেন, ‘আমার মক্কেলদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ।’।