দিব্যেন্দু রায়,কেতুগ্রাম ও কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ ডিসেম্বর : রাতে বাড়িতে জড়ো হয়েছিল বেআইনি অস্ত্রের কারবারিরা । চলছিল লেনদেন । সেই সময় গোপন সুত্র থেকে খবর পেয়ে সেখানে হানা দিয়ে অস্ত্রসহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ । ধৃত ব্যক্তির নাম তুফান মির্জা(৫৪) ওরফে আসলিম মির্জা বলে জানিয়েছে পুলিশ । মঙ্গলবার রাতে গ্রেফতারের পর বুধবার ধৃতকে তোলা হয় কাটোয়া মহকুমা আদালতে । আবেদনের ভিত্তিতে ধৃতের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বিচারক । চক্রের বাকিদের হদিশ পেতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । অন্যদিকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৬ দুষ্কৃতিকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, ভোজালি, লাঠি, শাবল, দড়ি ইত্যাদি ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।
পুলিশ সূত্রে জানা গেছে,তুফান মির্জার বাড়ি কেতুগ্রাম থানার নরসিংহপুর গ্রামে । মঙ্গলবার রাতে তার বাড়িতে কয়েকজন দুষ্কৃতি জড়ো হয়েছিল । চলছিল বেআইনি লেনদেন । গোপন সুত্র থেকে খবর পেয়ে পুলিশবাহিনী সেখানে হানা দিলে দুষ্কৃতিরা ছুটে পালানোর চেষ্টা করে ৷ যদিও বাকিরা পালাতে সক্ষম হলেও ধরা পড়ে যায় তুফান মির্জা । তার বাড়িতে তল্লাশি চালাতেই বিছানায় রাখা গামছায় মোড়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ । পুলিশ সুত্রে খবর,তুফান পুলিশের খাতায় একজন দাগি অপরাধী৷ এর আগেও গুরুতর অভিযোগে তাকে কারাবাস করতে হয়েছে । ফের কোনও অপরাধমূলক কাজের জন্য সে অস্ত্র কেনাকাটা করছিল কিনা তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।
অন্যদিকে কাটোয়া থানার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কাটোয়ার রামদাসপুর মোড়ে এসটিকেকে রোডে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ১৫ -১৬ জনের একটি দল । খবর চলে আসে থানায় । তারপর পুলিশের একটি দল সেখানে হানা দেয় । কিন্তু পুলিশের গাড়ি দেখেই দলটি মাঠের মধ্যে ছুটে পালানোর চেষ্টা করে । পুলিশ তাদের পিছু ধাওয়া করে । শেষে ৬ জনকে ধরে ফেলে পুলিশ । তল্লাশি চালাতেই উদ্ধার হয় অস্ত্রসস্ত্র । ধৃতদের বুধবার কাটোয়া আদালতে তোলা হয়।।