এইদিন ওয়েবডেস্ক, মুম্বাই,২২ ডিসেম্বর : এবার ২০০ কোটি টাকা প্রতারণা মামলায় মহা ঠগবাজ সুকেশ চন্দ্রশেখরের রহস্য থেকে পর্দা উঠবে বলে মনে করা হচ্ছে । কারন অভিনেত্রী নোরা ফতেহি স্বাক্ষী হতে চলেছেন বলে সুত্রের খবর । জানা গেছে, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে নোরা ফতেহি প্রসিকিউশনের সাক্ষী হিসাবে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । এই মামলায় সম্প্রতি জ্যাকলিন জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জিজ্ঞাসাবাদ করলে নোরার নাম নিয়েছিলেন জ্যাকলিন । তিনি ইডিকে জানিয়েছিলেন নোরাকে একটি দামী গাড়ি উপহার দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর । এই ঘটনায় ইডি নোরাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেন । তখন নোরার বক্তব্য মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২-এর ধারা ৫০(২) এবং ৫০(৩)-এর অধীনে রেকর্ড করা হয়েছিল ।
প্রসঙ্গত,বেঙ্গালুরুর বাসিন্দা সুকেশ মাত্র ১৭ বছর বয়স থেকেই শুরু করে তোলাবাজির ব্যবসা । বিভিন্ন জালিয়াতি মামলায় নাম জড়ানোর পর বেঙ্গালুরু থেকে চেন্নাই চলে আসে এই মহাঠগ । সেখানেও সে আর্থিক জালিয়াতি শুরু করে । সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মোট ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে । সে আর কাকে কাকে তাঁর শিকার বানিয়েছে সেটা দেখতেই তদন্ত চালিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এই মামলায় নোরা ফতেহি এবং জ্যাকলিন ইতিমধ্যেই ইডির র্যাডারে রয়েছেন ৷
সুকেশ জ্যাকলিনকে অনেক দামি দামি উপহার দিয়েছিলেন বলে জানতে পেরেছে ইডি । সেই তালিকায় এসপুয়েলা নামের একটি ঘোড়া, দামি দামি ডিজাইনার ব্যাগ, হীরার কানের দুল থেকে শুরু করে ব্রেসলেট ও লুই ভিটন জুতা পর্যন্ত রয়েছে । জ্যাকলিন তদন্তকারী সংস্থাকে জানিয়েছিলেন, চন্দ্রশেখর তাঁকে একটি মিনি কুপার গাড়ি উপহার দিয়েছিলেন । কিন্তু তিনি তা ফেরত দিয়েছিলেন ।অভিনেত্রীর দেওয়া উপহারের তালিকাও ইডির অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে যে, চন্দ্রশেখর বেশ কয়েকটি অনুষ্ঠানে ফার্নান্ডেজের জন্য ব্যক্তিগত জেট এবং হোটেলের ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছিলেন ।
সম্প্রতি সুকেশ অভিযোগ করেছিলেন যে, তিনি চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে নোরা ফতেহিকে একটি বিএমডব্লিউ গাড়ি এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন । সেই ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নোরাকে জিজ্ঞাসাবাদ করলেও নোরা সব অভিযোগ অস্বীকার করেন । এখন জানা যাচ্ছে আর্থিক প্রতারণা মামলায় সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে সাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নোরা । ফলে এবার এই মামলায় অনেক রহস্যের উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে ।।