প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২১ ডিসেম্বর :জাল লটারির টিকিট বিক্রির অভিযোগে ফের গ্রেফতার হল দুই বিক্রেতা।ধৃতদের নাম সুজিৎ ঘোষ ও হালিম শেখ। ধৃতদের মধ্যে সুজিতের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায় । অপর ধৃত হালিম পূর্বস্থলীর সিদ্ধেপাড়ার বাসিন্দা । জেলার নাদনঘাট থানার পুলিশ সোমবার জাল লটারি টিকিট সহ হাতেনাতে তাঁদের ধরে ।কয়েকদিন আগে মাধবডিহি থানার পুলিশও একই ভাবে অভিযান চালিয়ে মানিক বারিক ও তাপস রায় নামে দুই জাল লটারি টিকিট বিক্রেতাকে গ্রেফতার করে।জেলা জুড়ে একের পর এক জাল লটারি টিকিট বিক্রেতা গ্রেফতার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লটারি টিকিট ক্রেতা মহলে । নাদানঘাট থানার পুলিশ দুই জাল লটারি টিকিট বিক্রেতার বিরুদ্ধে স্বতঃপ্রণদিত মামলা রুজু করে এদিনই কালনা মহকুমা আদালতে পেশ করে হেফাজতে নেবার আবেদন জানায় । বিচারক ধৃতদের ৬ দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে ,কিছু বিক্রেতা বাজারে জাল লটারি টিকিট বিক্রী করছে বলে অনুমোদনপ্রাপ্ত লটারি সংস্থা ও তাঁদের বিক্রেতারা অভিযোগ করে আসছিলেন ।সেই অভিযোগের ভিত্তিতে নাদনঘাট থানার পুলিশ তদন্তে নামে । তদন্তে নেমে নাদনঘাট থানার পুলিশ জানতে পারে সুজিৎ ঘোষ ও হালিম শেখ নামে দুই ব্যক্তি এই জাল টিকিট বিক্রি করছে।সোমবার তাঁদের দোকানে হানা দিয়ে তিন শতাধিক জাল লটারি টিকিট সহ পুলিশ হাতেনাতে তাঁদের ধরে ।জাল লটারি টিকিট বিক্রীর জাল কতদূর বিস্তৃত তা ধৃতদের হেফাজতে নিয়ে খতিয়ে দেখছে পুলিশ ।।