এইদিন ওয়েবডেস্ক,হলদিয়া(পূর্ব মেদিনীপুর),২১ ডিসেম্বর : পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের হলদিয়া পেট্রোকেমিক্যাল রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল । মঙ্গলবার দুপুর প্রায় আড়াইটা নাগাদ শাটডাউনের কাজ চলার সময় আইওসির পেট্রল তৈরির ইউনিটে একটি কলামে ওয়েল্ডিং করার সময় আগুন ধরে যায় । সেই সময় উপরে উঠে কাজ করছিলেন অনেক শ্রমিক । তাঁদের সকলেই ভিন রাজ্যের বাসিন্দা । অগ্নিদগ্ধ হন ৪২ জনের অধিক শ্রমিক । তাঁদের মধ্যে অনেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে উপর থেকে নিচেতে পড়ে গুরুতর আহত হন । দূর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৩ জন শ্রমিকের মৃত্যু হয় । জখম হন নুন্যতম ৪২ জন শ্রমিক । আহতদের হলদিয়ায় আইওসি ও পোর্ট ট্রাস্টের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁদের মধ্যে ১৬ জনকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান । পাশাপাশি তিনি জানান,প্রাথমিকভাবে জানা যাচ্ছে মক ড্রিলের পর আগুনের সূত্রপাত । আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুখ্যমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করে ট্যুইটারে লিখেছেন, ‘হলদিয়ায় আইওসির আগুন লাগার ঘটনায় গভীরভাবে মর্মাহত । তিনটি মূল্যবান জীবন হারিয়েছে এবং এই শোকের মুহুর্তে আমার চিন্তা শোকাহত পরিবারের সাথে রয়েছে । আহতদের গ্রিন করিডর করে কলকাতায় আনা হচ্ছে । তাদের দ্রুত সুস্থ করে তুলতে পশ্চিমবঙ্গ সরকার সব ধরনের সহায়তা দেবে ।’।