এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২১ ডিসেম্বর : বেআইনিভাবে নদীর চর কেটে বালি উত্তোলনের ফলে বর্ষায় নদী সংলগ্ন গ্রামগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা । তাই গ্রামের লোকজন বেআইনি বালি উত্তোলনের প্রতিবাদ করেছিলেন । আর তার জেরে প্রকাশ্য দিবালোকে টাঙি,শাবল, লাঠিসোঁটা নিয়ে গ্রাম দাপিয়ে বেড়ালো বালির কারবারিরা । জনৈক এক প্রতিবাদী গ্রামবাসীকে বেদম মারধর করা হয় বলে অভিযোগ । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচপাড়া গ্রামে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাত্রসায়ের থানার পুলিশ । গ্রামবাসীদের অভিযোগ,সব জেনে বুঝেও পুলিশ বালি মাফিয়াদের বিরুদ্ধে কোনও ব্যাবস্থা নিচ্ছে না । এই ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষনের জন্য পথ অবরোধ করেন ক্ষিপ্ত গ্রামবাসীরা ।
প্রসঙ্গত,নারায়নপুর অঞ্চলের পাঁচপাড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে দামোদর নদ । গ্রামে একটি বালিঘাটও রয়েছে । গত বছর এই বালিঘাট থেকে বালি তোলাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি হয় গ্রামে । যার জেরে প্রশাসনের তরফে ঐ বালিঘাট বন্ধ করে দেওয়া হয় । গ্রামবাসীদের অভিযোগ,গ্রাম সংলগ্ন নদীঘাট থেকে অবৈধভাবে বালি তোলা হয় । ফলে বর্ষায় পাঁচপাড়াসহ আশপাশের ৫ টি গ্রামের চাষের জমি,বাড়িঘর, স্কুলের ভবন নদীগর্ভে চলে যেতে পারি আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা ।চলতি বছরে ফের ওই ঘাট থেকে বালি তোলার অনুমোদন দেয় প্রশাসন । কিন্তু এদিন বালি তোলার কাজ শুরু হতেই গ্রামবাসীরা জড়ো হয়ে বাধা দেন । ফলে দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । বেধে যায় সংঘর্ষ ।
দেখুন ভিডিও :
গ্রামবাসী অনিতা মণ্ডল বলেন, ‘এদিন ৩-৪ জন বালি মাফিয়া কাটারি,টাঙি,শাবল, লাঠিসোঁটা নিয়ে আমার অসুস্থ কাকার উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে । তখন আমাদের পাড়ার মহিলারা মিলে ঘটনাস্থলে ছুটে যাই । তখন ওরা আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । তারপর আমরা বালি মাফিয়াদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার দাবিতে পথ অবরোধ শুরু করি । এই দেখে তারা অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের দিকে ছুটে আসে । তখন আমরা নিরাপত্তার জন্য পুলিশের কাছে ছুটে যাই । কিন্তু পুলিশ বলছে গ্রামবাসীদের নিরাপত্তা দেওয়ার মত অত পুলিশ নেই পাত্রসায়ের থানায় । বালি মাফিয়াদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে আমাদের আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ । পুলিশ প্রশাসনের যদি এই ভূমিকা হয় তাহলে এখন আমরা কার কাছে যাবো ? আমাদের নিরাপত্তার কি হবে ?’
জানা গেছে,এদিন বালি কারবারিদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পাঁচপাড়া গ্রামের মহিলারাও । মহিলারা রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করলে বালি কারবারির লোকজন তাঁদের দিকে লাঠিসোটা নিয়ে তেড়ে আসে । সেই দৃশ্য এক গ্রামবাসী তাঁর মোবাইলে ভিডিও রেকর্ড করতে গেলে এক বালি কারবারি লাঠি হাতে তাঁর দিকে তেড়ে আসে । কার্যত পুলিশের সামনেই টাঙ্গি হাতে নিয়ে চলে বালি কারবারিদের দাদাগিরি ।।