এইদিন ওয়েবডেস্ক,পাটনা,২১ ডিসেম্বর : বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তানি আওয়াম মোর্চার (HAM) সর্বভারতীয় সভাপতি জিতন রাম মাঞ্জি (Jitan Ram Manjhi) অবশ্যই ব্রাহ্মণদের সম্পর্কে তাঁর বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন । তবে এত দ্রুত এই বিতর্কের নিষ্পত্তি হবে বলে মনে হচ্ছে না । ‘হাম’ সুপ্রিমোর ‘ব্রাহ্মণ বিরোধী’ বক্তব্যের জন্য ইতিমধ্যে বিহারের থানায় একটি মামলা রজু করা হয়েছে৷। এবার জিতন রামকে নিশানা করতে গিয়ে নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন বিজেপি নেতা গজেন্দ্র ঝা । তিনি ঘোষণা করেছেন,কেউ জিতন রাম মাঞ্জির জিভ কেটে আনতে পারলে তাঁকে তিনি ১১ লাখ টাকা পুরষ্কার দেবেন ।
প্রসঙ্গত,শনিবার পাটনায় ভূঁইয়া-মুসাহার সম্প্রদায়ের দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় ব্রাহ্মণদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসেন জিতন রাম মাঞ্জি । তিনি বলেন, ‘আজকাল দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে ধর্মের প্রতি ভক্তি বেশি দেখা যাচ্ছে । আমরা ভগবান সত্যনারায়ণের নাম বা পূজা জানতাম না । এখন প্রতি তোলায় আমরা ভগবান সতনারায়ণের পূজা করি । তাদের লজ্জা নেই কারণ এই পন্ডিতরা **** এসে বলে যে তারা আপনার বাড়িতে কিছু খাবে না । কিন্তু তার পরিবর্তে তাঁরা টাকা নিতে পছন্দ করবে ।’
যদিও পরে ব্রাহ্মণদের নিয়ে তাঁর এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে মাঞ্জি ট্যুইটারে লেখেন, ‘পন্ডিতদের বিরুদ্ধে আমার কথাগুলো হয়তো “স্লিপ অফ টাং” হতে পারে যার জন্য আমি ক্ষমাপ্রার্থী । যাই হোক, আমি ব্রাহ্মণ নই, আমি ব্রাহ্মণবাদের বিরুদ্ধে, ব্রাহ্মণরা দলিতদের ঘৃণা করে । দলিতদের অস্পৃশ্য বলে । গলায় হাড়, কোমরে ঝাড়ু, পায়ে ঘুংরু বেঁধে দিয়েছে । এর বিরুদ্ধে প্রতিবাদ চলবেই ।’
কিন্তু জিতন রাম মাঞ্জির ক্ষমাপ্রার্থনার পরেও বিতর্ক থামার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না । বরঞ্চ সৃষ্টি হচ্ছে নতুন নতুন বিতর্কের । মাঞ্জির ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা গজেন্দ্র ঝা বলেন, ‘মাঞ্জি যদি হিন্দু সনাতন ধর্মে বিশ্বাস না করেন তাহলে তাঁর ধর্মান্তরিত হওয়া উচিত । সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার জন্য কোনও ব্রাহ্মণের সন্তান যদি মাঝির জিভ কেটে আনতে পারে তাহলে তাকে আমি ১১ লাখ টাকা নগদ পুরস্কার দেবো ।’
এদিকে বিজেপি নেতার এই ‘পুরষ্কার’ ঘোষণার পর চুপ করে বসে নেই হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতারা । তাঁরাও বিজেপির উদ্দেশ্যে পালটা হুমকি দিয়েছেন । এইচএএম-এর মুখপাত্র ড্যানিশ রিজওয়ান ঝাকে চ্যালেঞ্জ করে বলেছেন,’কার ক্ষমতা আছে দেখি মাঞ্জির জিভ কাটে । বিজেপি তাদের নেতাদের বোঝাক, তা না হলে ফলাফল খারাপ হবে ।’
প্রসঙ্গত,বিহারের ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোটের অন্যতম শরিক হল হিন্দুস্তানি আওয়াম মোর্চা । এই পরিস্থিতিতে দুই শরিক দলের মধ্যে ঝামেলায় কিছুটা হলেও অস্বস্তিতে নিতীশ কুমার ।।