প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২০ ডিসেম্বর : বেপরোয়া ভাবে চলা বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর । সোমবার বেলায় দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানার খালেরপুল এলাকায় বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম শেখ বাবর আলী (৪২)।তাঁর বাড়ি রায়নার মোগলমারী এলাকায় । মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ এদিনই ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় । দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘাতক লরিটির খোঁজ শুরু করেছে ।
বনতীর এলাকার বাসিন্দারা জানিয়েছেন , বাবর আলী এদিন বেলায় বাইকে চেপে বর্ধমানের দিকে যাচ্ছিলেন। পথে খালেরপুল এলাকায় বেপরোয়া গতীর একটি বালি বোঝাই লরি বাইক আরোহীকে পিষে দিয়ে পালিয়ে যায় ।ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয় ।এই ঘটনার পরেই দুর্ঘটনাস্থল এলাকায় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়ে । খবর পয়ে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজনা সামাল দিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন,দিনে ও রাতে বেপরোয়া গতীর বালির লরির যাতায়াত বেড়ে গিয়েছে বর্ধমান- আরামবাগ রাজ্য সড়কে।অথচ বেপরোয়া গতীতে বালির লরি ও ডাম্পার যাতায়াত নিয়ন্ত্রণে কোন ব্যবস্থাই নেই ।শুধুমাত্র রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বালির লরি চলাচল করতে দিয়ে দিনের ব্যস্ততম সময়ে পুলিশ বালির লরি চলাচলে লাগাম টানুক ।এমনই দাবি করেছেন রায়নার বাসিন্দারা ।।