এইদিন ওয়েবডেস্ক,পানাজি,২০ ডিসেম্বর : আগামী বছরের শুরুতে গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগে একের পর এক ধাক্কা খাচ্ছে শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস । ফের কংগ্রেসের এক প্রথমসারির নেতা বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন । এমনকি তিনি দলত্যাগও করেছেন বলে বলে খবর । তিনি আর কেউ নন,তিনি গোয়া কংগ্রেসের কার্যবাহী সভাপতি আলেক্সো রেজিনাল্ডো লরেঙ্কো । তিনি শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে সুত্রের খবর ।
সপ্তাহে আসন্ন রাজ্য নির্বাচনের জন্য আট প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে কংগ্রেস । সেই তালিকায় দক্ষিণ গোয়া জেলার কুরটোরিম বিধানসভা কেন্দ্রের দলীয় বিধায়ক লরেঙ্কোর নামও রয়েছে । কিন্তু তিনি সোমবার বিকেলে স্পিকারের কাছে গিয়ে পদত্যাগ জমা দিয়ে এসেছেন । পরে তিনি কংগ্রেস থেকেও পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর ।
উল্লেখ্য,৪০ টি আসন বিশিষ্ট গোয়ায় ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১৭ টি আসনে জিতে একক বৃহত্তম দল হয় । সেখানে বিজেপি পায় ১৩ টি আসন । শেষে বিজেপি কিছু আঞ্চলিক দল এবং নির্দল প্রার্থীদের সাথে জোট করে সরকার গঠন করে ৷ তারপর থেকেই গোয়া বিধানসভায় কংগ্রেসের ক্ষমতা হ্রাস হতে শুরু করে ।
চলতি মাসের শুরুতে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নায়েক কংগ্রেস বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন । কয়েক মাস আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোও কংগ্রেস ছেড়ে টিএমসিতে যোগ দিয়েছেন । এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন গোয়া কংগ্রেসের কার্যবাহী সভাপতি আলেক্সো রেজিনাল্ডো লরেঙ্কো । যার ফলে কংগ্রেস এখন ১৭ টি আসন থেকে নেমে এসেছে দুটিতে । ফলে আগামী বিধানসভা নির্বাচনের আগে চরম বিপাকে পড়ে গেছে জাতীয় কংগ্রেস ।।