এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট,২০ ডিসেম্বর : বীরভূম জেলা থেকে এসে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পশ্চিম নবগ্রাম মৌজার অন্তর্গত অজয় নদে ইজারা পাওয়া বালিঘাটের একাংশে জেসিবি মেশিন নামিয়ে অবৈধভাবে বালি তুলে পাচার করেছিল বালি মাফিয়াদের লোকজন । গোপন সুত্র থেকে খবর পেয়ে সেখানে হানা দেয় মঙ্গলকোট থানার পুলিশ । পুলিশ দুটি বালি বোঝাই ট্রাক্ট্রর আটকের পাশাপাশি ট্রাক্টরের দুই চালককে গ্রেফতার করেছে । আটক করা হয়েছে ওই জেসিবি মেশিনটিও । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নিরাময় থাণ্ডার ও শেখ ভোলন । ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বীরভূম জেলার নানুর থানার খালা গ্রামের বাসিন্দা দোলন শেখ ও বোলপুর থানার পানসূয়া গ্রামের বাসিন্দা বাপ্পা চৌধুরী নামে দুই বালি পাচারকারীর নাম জানতে পেরেছে । পুলিশ তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের পাশাপাশি দুই অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে ।
মঙ্গলকোটের পশ্চিম নবগ্রাম মৌজার অন্তর্গত অজয়ের বালিঘাট থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের অভিযোগ নতুন কিছু নয় । ইতিপূর্বে বেশ কয়েকবার ভূমি দপ্তর ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই বালিঘাটের ইজারাদার সুব্রত ঘোষ । তাঁর অভিযোগ,বীরভূম জেলার মহাদেবপুর এলাকা দিয়ে প্রতিদিন অসংখ্য ট্রাকটর এসে তাঁর ইজারা পাওয়া অংশ থেকে বেআইনিভাবে বালি লুঠ করে পালাচ্ছে বালি কারবারিরা । নিষেধ করতেই গেলেই তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ । গত সপ্তাহেও প্রশাসনের বিভিন্ন স্তরে এনিয়ে অভিযোগ জানিয়েছিলেন সুব্রতবাবু । অভিযোগে তিনি জানান, দিনের পর দিন বালি লুটের ফলে শুধু তাঁরই ক্ষতি হচ্ছে না, পাশাপাশি সরকারেরও কোটি কোটি টাকা রাজস্বের ক্ষতি হচ্ছে ।
জানা গেছে,রবিবার বিকেলে ফের নবগ্রাম মৌজার ওই বালি ঘাটের একাংশ থেকে বালি তুলে পাচার করতে শুরু করেছিল বালি মাফিয়াদের লোকজন । সেই সময় ওই এলাকায় রুটিন টহলদারি চালাচ্ছিল মঙ্গলকোট থানার পুলিশের একটি টহলদারি ভ্যান । খবর পেতেই পুলিশবাহিনী সেখানে হানা দেয় । সেই সময় একটি জেসিবি মেশিনের সাহায্যে চর থেকে বালি তুলে একাধিক ট্রাকটরে তখন বালি তোলা হচ্ছিল বলে অভিযোগ । পুলিশকে দেখেই একজন পালিয়ে যায় । বাকিদের কাছে কাগজপত্র দেখতে চায় পুলিশ । কিন্তু তারা কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক্ট্রর চালক শেখ ভোলন ও নিরাময় থাণ্ডারকে পুলিশ গ্রেফতার করে । আটক করা হয় বালিবোঝাই দুটি ট্রাকটর ও একটি জেসিবি মেশিন ।সোমবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় । পুলিশ জেসিবি মেশিন ও ট্রাক্ট্রর মালিকদের বিরুদ্ধে চুরি,বেআইনিভাবে বালি খনন প্রভৃতি একাধিক ধারায় মামলা রজু করেছে বলে জানা গেছে ।।