এইদিন ওয়েবডেস্ক,ইংরেজবাজার(মালদা),২০ ডিসেম্বর : বাড়ির ছাদে টবে লাগানো হয়েছিল রকমারি ফুল গাছ । প্রতিদিন সকালে গাছে জল দেওয়া অভ্যাস প্রৌঢ়া গৃহকর্তীর । সোমবার সকালেও তিনি যথারীতি জল দিচ্ছিলেন গাছে । সেই সময় কোনও ভাবে তিনি পা পিছলে পড়ে যান । পাশেই ছিলেন ওই প্রৌঢ়ার স্বামী । তিনি ছুটে গিয়ে স্ত্রীকে বাঁচাতে যান । কিন্তু স্বামী-স্ত্রী দু’জনেই তিন তলার ছাদ থেকে নিচে এসে পড়েন । ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামীর । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায় । মৃতের নাম সমীর হালদার ওরফে বাবু (৬১) । তাঁর স্ত্রী স্ত্রী ঝুমা হালদার (৫৬) বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায় ।
মালঞ্চপল্লী এলাকার বাসিন্দা সমীর হালদার ইংরেজবাজার থানার প্রাক্তন কনস্টেবল পদে কর্মরত ছিলেন । বছর দেড়েক আগে তিনি চাকরী থেকে অবসর নিয়েছেন । জানা গেছে,এদিন সকালে স্থানীয় লোকজন সমীরবাবু ও তাঁর স্ত্রী ঝুমাদেবীকে বাড়ির পাশে সরু গলির মধ্যে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন । এরপর প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সমীরবাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । স্থানীয় বাসিন্দা অভিজিৎ চৌধুরী জানিয়েছেন,প্রতিদিন সকালে স্বামী-স্ত্রী মিলে ছাদে টবে লাগানো গাছে জল দেওয়া অভ্যাস । এদিনও তাঁরা গাছে জল দিতে গিয়েছিলেন । সেই সময় সমীরবাবুর স্ত্রী পা পিছলে পড়ে যান । তখন সমীরবাবু বাঁচাতে যান । কিন্তু দু’জনেই তিন তলা থেকে নিচের গলিতে এসে পড়লে সমীরবাবুর মর্মান্তিকভাবে মৃত্যু হয় । তাঁর স্ত্রীর অবস্থা খুব একটা ভালো নয় বলে জানতে পারা যাচ্ছে ৷।