এইদিন ওয়েবডেস্ক,ইন্দোর,২০ ডিসেম্বর : ভারতীয় জনতা পার্টির সাংসদ হেমা মালিনী আশা প্রকাশ করেছেন যে অযোধ্যা এবং কাশীর পরে তাঁর নির্বাচনী এলাকা মথুরা তেও একটি দুর্দান্ত মন্দির হবে । এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে সদ্য উদ্বোধন হওয়া কাশী বিশ্বনাথ করিডোরের উল্লেখ করেছেন তিনি । রবিবার ইন্দোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হেমা মালিনী বলেন, ‘রাম জন্মভূমি এবং কাশীর পুনরুজ্জীবনের পর স্বাভাবিকভাবেই মথুরাও খুবই গুরুত্বপূর্ণ ।’ সেই সঙ্গে তিনি জানান,সোমবার তিনি কাশী যাচ্ছেন ।
বিজেপির এই মহিলা সাংসদ বলেন, ‘প্রেম ও স্নেহের প্রতীক হলেন ভগবান কৃষ্ণ । তাই তাঁর জন্মস্থান মথুরার সাংসদ হিসেবে আমি বলব এখানে একটি বিশাল মন্দির হওয়া উচিত । একটি মন্দির ইতিমধ্যেই সেখানে রয়েছে এবং এটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী দ্বারা তৈরি কাশী-বিশ্বনাথ করিডোরের মতো একটি নতুন চেহারা দেওয়া যেতে পারে ।’
হেমা মালিনী বলেন, ‘কাশী বিশ্বনাথ মন্দিরের পুনরুজ্জীবন এবং পুনঃউন্নয়ন অত্যন্ত কঠিন ছিল । মোদীজির দূরদর্শিতা ফলে তা সম্ভব হয়েছে ।’ অযোধ্যা ও কাশীর পর তার নির্বাচনী এলাকা মথুরায়ও একটি বিশাল মন্দির তৈরি হবে বলে তিনি জানান । তিনি বলেন, ‘মথুরার সাংসদ হয়ে আমি বলতে চাই এখানেও একটি কৃষ্ণের মন্দির হওয়া উচিত।’।