এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ ডিসেম্বর : কলকাতা পুরসভা নির্বাচনে শাসকদল একাধিক জায়গায় ছাপ্পা ভোট দিয়েছে বলে অভিযোগ তুলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব । অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে নিগ্রহের । বর্ষীয়ান এই বিজেপি নেত্রীকে শুধু হেনস্থাই নয়, তাঁর পোশাকও ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে । এছাড়া বেলেঘাটায় ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজি,টাকি হাইস্কুলের কাছে ৩৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের এজেন্টকে মারধরের পাশাপাশি মেটিয়াব্রুজ হাইস্কুলে ১৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগও উঠেছে । সেই সঙ্গে কেন্দুয়া ১০১ ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি । পালটা অভিযোগ তুলেছে তৃণমূলও । টাকি হাইস্কুলের কাছে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পের ব্যানার, ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠেছে । এনিয়ে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগও জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে ।
এদিকে কলকাতা পুরভোটে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস, ছাপ্পা ভোট দেওয়া ও দলীয় নেতাকর্মীদের মারধরের অভিযোগ তুলে রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিজেপি । রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের হিলি মোড়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে পথ অবরোধ করা হয় । তিনি বলেন, ‘মীনাদেবী পুরোহিত বয়স্ক একজন মহিলা । কলকাতা পুরসভার বহুদিনের বিজেপি কাউন্সিলার । তাঁর উপর হামলা করা হল । জামাকাপড় টেনে খুলে দেওয়া হল এবং ছিঁড়ে দেওয়া হল । এই ধরনের ঘটনা বাংলার সংস্কৃতির পরিপন্থি বলে আমার মনে হয় । বোম পড়ছে খান্না হাইস্কুলের সামনে । পুলিশ অফিসার বলছেন চকলেট বোম । যদি কেউ মারা যেত তাহলে ওটা বোম হত । যেহেতু কেউ মারা যায়নি বা আহত হয়নি তাই ওটা চকলেট বোম হয়ে গেল । এটাই হচ্ছে কলকাতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশের বোমের ডেফিনেশন ।’
যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন । এদিন দুপুরে দক্ষিণ কলকাতার মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ করছে । দু’একটা ঘটনাকে বড় করে দেখানোর চেষ্টা করছে বিরোধীরা ।’ তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে । মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন।’ সেই সঙ্গে কলকাতা পুলিশকে দরাজ সার্টিফিকেট দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘কলকাতা পুলিশ বেস্ট পুলিশ’।
তবে মুখ্যমন্ত্রী কলকাতা পুর নির্বাচনে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে দাবি করলেও ভিন্ন দাবি করছে বিজেপি । এদিন বিকেলে বিধায়ক হস্টেলের গেটে তালা দিয়ে বিজেপির বিধায়কদের আটকে রাখার অভিযোগ উঠছে । অভিযোগ,এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ কলকাতার কিড স্ট্রিটের হোস্টেল থেকে বিজেপি-র আট বিধায়ক বাইরে আসতে গেলে দেখেন মূল গেটে তালা ঝুলছে । এই দেখে বিধায়করা হস্টেল চত্বরের রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন । অন্যদিকে পুরভোট চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সল্টলেকের বাড়িটি আচমকা বিধাননগর কমিশনারেটের ডিসি (হেড কোয়ার্টার্স)-এর নেতৃত্বে পুলিশকর্মীরা বাড়ি ঘিরে ফেলে । সেই সময় দলীয় ১৬ জন বিধায়ককে নিয়ে বৈঠকে করছিলেন শুভেন্দু । তবে এভাবে শুভেন্দুর বাড়ি ঘিরে ফেলার কারন জানা যায়নি ।
এই বিষয়ে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, ‘বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী যোগাযোগ করেছেন সল্ট লেকে আমার বাসভবনটি বিধাননগর পুলিশ সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রেখেছে । বর্তমানে এখানে কিছু রাজ্য নেতাসহ বিজেপির ২০ জন বিধায়ক রয়েছেন । প্রতিনিধিদল আজ সন্ধ্যা ৬টায় রাজ্যপালের সাথে দেখা করবেন ।’।