এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদ),১৯ ডিসেম্বর : নিখোঁজ হওয়ার প্রায় দেড় মাস পর মহারাষ্ট্রের পুনে থেকে তরুনীকে উদ্ধার করল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুমেদপুর ফাঁড়ির পুলিশ । পাশাপাশি তরুনীকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে । পুলিশ জানায়, ধৃতের নাম রবিউল হক । তাঁর বাড়ি মালদার চাঁচল থানার পূর্ব দুর্গাপুর এলাকায় ।
জানা গেছে,হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে বাড়ি তরুনীর । চলতি বছরের নভেম্বর মাসের ৬ তারিখে খোপাকাঠি এলাকায় একটি ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান । পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান না পেয়ে শেষে হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুর ফাঁড়ির দ্বারস্থ হন । এদিকে অভিযোগ পেতেই তরুনীর সন্ধানে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ । কিন্তু মেয়েটির কোনও সন্ধান পাওয়া যায়নি । শেষে তরুনীর মোবাইল ফোনের সুত্র ধরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে মেয়েটি মহারাষ্ট্রের পুনেতে রয়েছে ।
জানা গেছে,তরুনীর অবস্থান জানতে পেরেই কুমেদপুর ফাঁড়ির এএসআই রাজীব পালের নেতৃত্বে পুনেতে হানা দেয় পুলিশবাহিনী । তারপর পুনের পুলিশের সহায়তায় তরুনীকে উদ্ধার করা হয় । পাশাপাশি তরুনীর অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করে পুলিশ ।
তরুনী জানিয়েছেন,ঘটনার দিন তিনি যখন ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন সেই সময় ৫ জন যুবক বাইকে করে এসে তাঁর পথ আটকায় । ওরা তার কাছে থাকা টাকা কেড়ে নেয় । সেই সঙ্গে তাঁকে জোর করে বাইকে তোলে । তিনি চিৎকার করলে তাদের মধ্যে একজন একটি চাকু বের করে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেখায় । ওই যুবকরা তাঁর মুখে একটি গামছা বেঁধে দেয় । তারপর তাঁকে স্থানীয় জঙ্গলে নিয়ে গিয়ে আটকে রাখে । পরে সেখান থেকে তাঁকে মহারাষ্ট্রের পুনেতে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন ওই তরুনী । তরুনীর কথায়, ‘আমি ওই যুবকদের চিনি না । আমাকে অপহরণের সময় তাদের মধ্যে একজন আমাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে । কিন্তু আমি রাজি হইনি ।’
এই ঘটনার পিছনে প্রেম ভালোবাসার সম্পর্কও থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ।পুলিশ জানিয়েছে,ধৃতকে জেরা করে বাকি অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে ।।