এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ ডিসেম্বর : কলকাতায় ওজোন বিপজ্জনক মাত্রায় পৌঁছে যাওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে । মধ্য কলকাতায় ওজোন স্তর ৬০ শতাংশে পৌঁছেছে । যা নিরাপদ স্তরের চেয়ে বেশি । যার ফলে জনস্বাস্থ্যের পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভবনের উপরেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (West Bengal Pollution Control Board)
পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, রবিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকায় আট ঘণ্টা গড় ওজোন স্তর ছিল ১৬০ মিলিগ্রাম/ঘন মিটার । গড় আট ঘন্টা ওজোন স্তর ১০০ মিলিগ্রাম/ঘন মিটারের বেশি হওয়া ক্ষতিকারক বলে মনে করা হয় । তবে শীতকালীন পরিস্থিতি এবং নিম্ন বায়ুমণ্ডলে যানবাহনের দ্বারা নির্গত ক্ষতিকারক কণা জমা হওয়ার কারনেই ওজোনের উচ্চ স্তরের প্রধান কারন বলে মনে করছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ।
পরিবেশবিদ সোমেন্দ্রনাথ ঘোষ বলেন, ‘রবিবার বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশের
ওজোন স্তর পিএম ২.৫(১৪৫) মাত্রা ছাড়িয়ে গেছে । এটা খুবই চিন্তার বিষয় । শহরের সংবেদনশীল এলাকায় ওজোন স্তর বৃদ্ধির কারণ খুঁজে বের করতে যথাযথ মনিটরিং প্রয়োজন ।’ সেই সঙ্গে তিনি জানান, আজও শহরের রাস্তায় অনেক পুরনো ডিজেল চালিত যানবাহন চলাচল করতে দেখতে পাওয়া যায় । যার ফলে দূষন বাড়ে । আর এই দূষণের কারণে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা মার্বেল হলুদ হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে অনেক দেয়ালের প্লাস্টারও খসে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ।।