এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ ডিসেম্বর : ভারতবর্ষের ইতিহাসে যে কয়েকটি হাইপ্রোফাইল মৃত্যুরহস্য আজও উন্মোচন হয়নি,তার মধ্যে প্রথম সারিতে রয়েছে নেতাজী সুভাষচন্দ্র বসুর মৃত্যুরহস্য । নেতাজীর মৃত্যুরহস্য উন্মোচনে গঠন হয়েছিল বেশ কয়েকটি তদন্ত কমিশনও । কিন্তু আজও এই রহস্য অপ্রকাশ্যই থেকে গেছে । বারবার দাবি উঠলেও কেন্দ্রের কোনও সরকারকেই নেতাজীর মৃত্যুরহস্য উন্মোচনে সেভাবে উদ্যোগী হতে দেখা যায়নি ৷ এবার এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিদের ডিভিশন বেঞ্চ নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত নাকি মৃত তা হলফনামা দিয়ে জানানোর জন্য কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছে ।
আদালত সূত্রে খবর,সম্প্রতি হরেন বাগচী নামে এক জনৈক এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন । মামলায় তিনি নেতাজী সুভাষচন্দ্র বসুর মৃত্যুরহস্য প্রকাশ্যে আনার পাশাপাশি ভারতীয় টাকায় নেতাজির ছবি ব্যবহারের জন্যও দাবি তোলেন । এদিন এই মামলার শুনানি ছিল । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হয় ।
নেতাজী সুভাষ চন্দ্র বসু জীবিত না মৃত ? এই বিষয়টি হলফনামা দিয়ে কেন্দ্রকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা । এছাড়া ভারতীয় টাকায় নেতাজীর ছবি ব্যবহার করা যায় কিনা তাও হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে । কেন্দ্র সরকারকে হলফনামা জমা দেওয়ার জন্য ২ মাস সময় দেওয়া হয়েছে । এখন কেন্দ্র সরকার আদালতের কাছে কি হলফনামা পেশ করে সেই দিকেই তাকিয়ে আছে গোটা দেশ ।।