এইদিন ওয়েবডেস্ক,কালিয়াচক(মালদা), ১৩ ডিসেম্বর :সোমবার সকালে চার চাকা গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল মালদা জেলার কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায় । সংঘর্ষে মোট ৫ জন আহত হয়েছে । স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান । পরে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় । আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,উত্তরপ্রদেশ থেকে একটি বোলেরো গাড়িতে চড়ে কয়েকজনের একটি দল উত্তর ২৪ পরগনার দিকে যাচ্ছিল । গাড়িটি বালিয়াডাঙ্গা এলাকায় আসতেই একটি মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । বোলেরো গাড়িটি সজোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ার ফলে প্রবল ঝাঁকুনিতে গাড়ির যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে পড়েন । দূর্ঘটনায় বাইক চালক ও বোলেরো গাড়িতে থাকা ৪ জন গুরুতর আহত হয় । আহতদের মধ্যে আজমাইল শেক, সাকির হোসেন, বিদ্দিয়া শেখ এবং নুর আলামকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । বাকি একজনের নাম জানা যায়নি । তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ।।