এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১২ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে ফের পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার । আহত আরও এক মহিলাসহ ২ জন । রবিবার সন্ধ্যায় প্রথম দূর্ঘটনাটি ঘটে ভাতার বাজারের কামারপাড়া মোড়ে । প্রায় একই সময়ে দ্বিতীয় দূর্ঘটনাটি ঘটে বর্ধমান কাটোয়া রোডে ভাতারের বেলেণ্ডা গ্রামের মোড়ের কাছে । মৃত মহিলার নাম দ্রৌপদী ঘোষ (৫৮) ।তাঁর বাড়ি বামুনাড়া পঞ্চায়েতের সেড়ুয়া গ্রামে ।
জানা গেছে,এদিন সন্ধ্যায় একটি বাইকের পিছনে চেপে বাড়ি ফিরছিলেন দ্রৌপদীদেবী । কামারপাড়া মোড় পেরিয়ে ভাতার পশু হাসপাতালের কাছাকাছি আসতেই একটি ডাম্পার পিছন থেকে এসে বাইকটিকে ধাক্কা দেয় । দ্রৌপদীদেবী বাইক থেকে ছিটকে ডাম্পারের চাকার তলায় এসে পড়েন । ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । পুলিশ চালকসহ ঘাতক ডাম্পারটি আটক করেছে ।
অন্যদিকে প্রায় একই সময় নাগাদ বেলেণ্ডা গ্রামের মোড়ের কাছে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে একটি বাইক রাস্তায় পড়ে থাকা কাদায় পিছল কেটে উলটে পড়ে । বাইকটির পিছনে বসেছিলেন একজন মহিলা । ওই মহিলা ও বাইক চালক দু’জনেই জখম হন । পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । একই সময়ে জোড়া দূর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।।