এইদিন ওয়েবডেস্ক,করাচি,১২ ডিসেম্বর : পাকিস্তান সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের তিন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ।শনিবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)-এর তরফ থেকে বলা হয়েছে, বাঁ-হাতি ফাস্ট বোলার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেজ ও কাইল মায়ার্সের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে । এছাড়া টিম ম্যানেজেমেন্টের এক সদস্যও কোভিড আক্রান্ত হয়েছেন । তাঁদের ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । আক্রান্তরা প্রত্যেকেই করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন বলে সিডব্লিউআইয়ের তরফ থেকে জানানো হয়েছে ।
জানা গেছে,তিন ক্যারিবিয়ান ক্রিকেটারই করাচিতে হতে চলা তিনটি টি-টোয়েন্টি খেলায় দলের প্রথম একাদশে ছিলেন । এছাড়া ৩ টি একদিনের আন্তর্জাতিকের জন্য চেজকেও বেছে নেওয়া হয়েছিল । কিন্তু কোভিড আক্রান্ত হওয়ায় তিন ক্রিকেটার পাকিস্থানে সিরিজে খেলতে পারছেন না ।
উল্লেখ্য, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল । আগামী ১৩ ডিসেম্বর শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। শেষ হবে ১৬ ডিসেম্বর । পরবর্তীতে ১৮ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ এবং শেষ হবে আগামী ২২ ডিসেম্বর । সিডব্লিউআই প্রধান জনি গ্রেভ জানিয়েছেন,গ্রুপের বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে । তাই পাকিস্থান সফরে খেলতে কোনও অসুবিধা নেই । তিনি বলেন,’দলের তিন খেলোয়াড়কে হারানোর ফলে স্বাভাবিকভাবেই প্রস্তুতির উপর নেতিবাচক প্রভাব পড়বে । তবে স্কোয়াডের বাকিদের মনোবল চাঙ্গা রয়েছে । সোমবার আমাদের প্রথম খেলার আগে আজ অনুশীলন শুরু করবে ।’
প্রসঙ্গত,গত মাসে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় হ্যামস্ট্রিং চোটের কারণে নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড দলের বাইরে রয়েছেন । এরপর একসঙ্গে ৩ খেলোয়াড় কোভিড আক্রান্ত হয়ে বাদ পড়ায় পাকিস্থান সফরে অনেকটাই ব্যাকফুটে ক্যারিবিয়ানরা ।।