এইদিন ওয়েবডেস্ক, ১২ ডিসেম্বর: শীতের ঠ্যালায় পড়ে চায়ের দোকানে টান হনুমানেরও। পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে শনিবার দেখা গেল কনকনে শীতের হাত থেকে স্বস্তি পেতে এক চায়ের দোকানে হানা দিয়ে গরম চা পান করছে একটি হনুমান।তবে খোদ দোকানমালিকই নিজের হাতে চা খাইয়ে রামভক্তকে। দুদিন ধরে দক্ষিণবঙ্গ জুড়েই কনকনে ঠান্ডা পড়েছে। তার ওপর কুয়াশাচ্ছন্ন সকালে একটু উষ্ণতার খোঁজ করছেন মানুষ। কেউ আগুন পোহাচ্ছেন।তো কেউ গরম গরম চায়ের টানে চায়ের দোকানে সময় কাটাচ্ছেন।
এমনই শীতের সকালে এদিন ভাতার বাজারে দেখা গেল বিরল দৃশ্য। ভাতার বাসস্ট্যান্ডের কাছে চায়ের দোকান রয়েছে কৃষ্ণগোপাল মোদক ওরফে কেষ্ট নামে এক ব্যক্তির। তখন দোকানে কয়েকজনখরিদ্দার এসে চা পান করছেন দোকানে।দেখা যায় তারই মধ্যে হঠাৎ হাজির একটি হনুমান।দোকানের বেড়ার ওপর উঠে বসে।দোকান মালিক প্রথমে একটি বিস্কুট দিলেন।ভাবলেন এবার চলে যাবে।কিন্তু হনুমানের ওঠার নাম নেই।আবারও বিস্কুট দিলেন দোকানমালিক।তখনও বিস্কুটটি খেয়ে বসেই রয়েছে। শেষে মতলব বুঝতে পেরে এক ভাঁড় চা ভয়ে ভয়ে বাড়িয়ে দিলেন কৃষ্ণগোপালবাবু।দেখা যায় কৃষ্ণগোপালবাবুর হাত থেকে আমেজ করে চা পান করছে রামভক্ত। চা শেষ হতেই ছুট লাগায় হনুমানটি। এই দৃশ্যের সাক্ষী থাকলেন বেশকয়েকজন স্থানীয় বাসিন্দা।