এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১১ ডিসেম্বর : প্রাতঃভ্রমণে বেড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ভিলেজ পুলিশের । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা এলাকায় । মৃতের নাম সমীর কিস্কু(৩৯) । তাঁর বাড়ি বিষ্ণুপুর থানার বাঁকাদহ গ্রামে । স্থানীয় সুত্রে জানা গেছে, অনান্য দিনের মত এদিন সকালেও তিনি প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন । তারপর স্থানীয় একটি খেলার মাঠে ছোটাছুটি করছিলেন । সেই সময় আচমকা তিনি মাঠের মধ্যে লুটিয়ে পড়েন । আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই যুবকের । খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিষ্ণুপুর থানার আইসি । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।
সমীর কিস্কু নামে ওই যুবক বিষ্ণুপুর থানার অধীনে বাঁকাদহ এলাকায় ভিলেজ পুলিশের কাজ করতেন বলে জানা গেছে । অতিরিক্ত কাজের চাপের কারনেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন মৃতের পরিবারের লোকজন । মৃতের দাদা প্রবীর কিস্কু বলেন, ‘ভাই প্রায়ই বলতো তাকে অত্যধিক কাজের চাপ দেওয়া হচ্ছে । সেই কারনেই ভাইয়ের এই পরিনতি হয়েছে বলে আমাদের অনুমান ।’ সেই সঙ্গে তিনি বলেন,’অতিরিক্ত কাজের চাপের কারনে সম্প্রতি পার্শ্ববর্তী এলাকার এক ভিলেজ পুলিশ তার চাকরি ছেড়ে দিয়েছেন । তখনই যদি ভাই কাজ ছেড়ে দিত তাহলে ওর এই পরিনতি হত না ।’ যদিও মৃতের পরিবারের অভিযোগ প্রসঙ্গে বিষ্ণুপুর থানার তরফ থেকে কোনও মতামত পাওয়া যায়নি ।।