প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ ডিসেম্বর : ওভারলোড বালির গাড়ি চলাচল বন্ধে এবার কড়া পদক্ষেপ নেওয়া শুরু করলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । শুক্রবার পুলিশ,পরিবহন ও ভূমি দফতর যৌথ ভাবে অভিযান চালিয়ে জামালপুর থানা এলাকা থেকে ধরছে বিনা চালানের ওভারলোড বালি বোঝাই ৭ টি ট্র্যাক্টর । পুলিশ ট্র্যাক্টরগুলি বাজেয়াপ্ত করেছে । রাতের অন্ধকারে জামালপুর ব্লকের কোথায় কোথায় দামোদর থেকে অবৈধ ভাবে বালি তোলা হয় সেই বিষয়েও এদিন তথ্য সংগ্রহ করেন প্রশাসনিক আধিকারিকরা ।
এদিনের অভিযানে সামিল থাকা ভূমি দফতরের সিনায়র রেভিনিউ অফিসার সেখ আসরফ আলি বলেন, ‘অতিরিক্ত জেলা শাসকের ( ভূমি )নির্দেশে এদিন পুলিশ ও পরিবহন দফতরকে নিয়ে তাঁরা অভিযান চালান । মূলত অবৈধ বালিখাদান বন্ধ ও ওভারলোড বালির গাড়ি চলাচল বন্ধের লক্ষেই এদিন অভিযান চালানো হয় জামালপুর ব্লকের চলবলপুর ,জামুদহ ও সাঁচরা এলাকায় । অভিযানে ধরা পড়েছে বিনা চালানের ৭ টি ওভারলোড বালি বোঝাই ট্র্যাক্টর। সেগুলি আটক করা হয়েছে ।’
অতিরিক্ত জেলাশাসক (ভূমি ) ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,পুলিশ,পরিবহন ও ভূমি দফতর এদিন যৌথভাবে অভিযান চালিয়েছে । ওভারলোড বালি বোঝাই ৭ টি ট্র্যাক্টর আটক করা হয়েছে । কোনও চালান ছাড়া অবৈধভাবে বালি বহনকারী ট্র্যাক্টরগুলির জরিমানা ধার্য্য করা হয়েছে । অবৈধ বালি খাদান ও ওভারলোড বালি বোঝাই গাড়ি চলাচল বন্ধে এমন অভিযান চলবে বলে অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন ।।