এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১০ ডিসেম্বর : বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানার গাড়ি ঘিরে ‘চোর চোর’শ্লোগান তুলেছিলেন খোদ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । ঠিক তার পরের দিন অর্থাৎ গত বৃহঃস্পতিবার সকালে বাঁকুড়া থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে সায়ন্তিকার গাড়ি । অল্প আঘাত পান তিনি । দূর্ঘটনার পরে তিনি কলকাতায় ফিরে না গিয়ে বাঁকুড়ায় ফিরে আসেন । তারপর থেকেই বাঁকুড়া সার্কিট হাউসেই রয়েছেন সায়ন্তিকা ।
শুক্রবার সাত সকালেই ফুলের তোড়া নিয়ে সার্কিট হাউসে হাজির হন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানা । সঙ্গে ছিল বিধায়কের নিজস্ব দেহরক্ষী । সায়ন্তিকার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক ।
এরপরে দুজনের মধ্যে বেশ কিছুক্ষন কথাবার্তা চলে । তবে ঠিক কি কথা হয়েছে তা দুই নেতানেত্রীর কেউই খোলসা করে কিছু বলেননি । উভয়েই জানান এটা নিছক সৌজন্য সাক্ষাৎকার । এই বিষয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন,’উনি শুনেছেন আমি অসুস্থ । তাই বর্তমানে কেমন আছি জানতে আজ উনি এসেছিলেন । এটা নিছক রাজনৈতিক সৌজন্য ।’
অন্যদিকে বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানা বলেন,’সায়ন্তিকার সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয় । আমাদের মধ্যে ভাই-বোনের সম্পর্ক । আমার বোন সায়ন্তিকা একজন শিল্পি । তবে বোনের মত অত বড় মাপের শিল্পি না হলেও আমিও একজন ছোটখাটো শিল্পি। উভয়েই সংস্কৃতি মনোভাবাপন্ন । এটা আমাদের মধ্যে প্রথম পরিচয় ।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘গত বিধানসভা নির্বাচনে আমরা পরস্পরের বিরুদ্ধে ভোটে লড়াই করেছিলাম । কাউন্টিংয়ের দিন আমি সায়ন্তিকাকে বলেছিলাম, হয় তুমি জিতবে নয় আমি জিতব । কিন্তু ভাই-বোনের সম্পর্ক যেন অটুট থাকে । সেই সম্পর্ক আজও অটুট আছে । তাই গত কাল সায়ন্তিকা বোন যখন দূর্ঘটনার কবলে পড়েছিল খবর পেয়ে আমি খুবই মর্মাহত হয়েছিলাম । আমি তখন আমি বিধানসভার মধ্যে ছিলাম । তাই বোনের সঙ্গে দেখা করতে পারিনি । এদিন বাঁকুড়া ফিরেই আমি সায়ন্তিকার খবর নিতে এসেছি । এর মধ্যে গোপনীয়তার কিছু নেই । এটা বাঙালি সংস্কৃতির একটা অঙ্গ ।’
তবে দুই যুযুধান রাজনৈতিক ব্যাক্তিত্বের মধ্যে সাক্ষাৎকার ও দীর্ঘক্ষণ কথোপকথন নিছক সৌজন্য বিনিময় নাকি এর পিছনে অন্য রহস্য আছে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে ।।