দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১০ ডিসেম্বর : চোলাই মদের কারবার চালানো ও ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার দুই পৃথক ঘটনায় এক মহিলাসহ ৭ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম রাধারানী দাস(৪৫), সন্তোষ হাজরা(৩৫),উত্তম দাস(৫২),রবি দাস (১৯), ক্ষীরমোহন সাতরা (৫৫),সাহেব মাঝি(২৩) ও রাবন টুডু । পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ওড়গ্রাম এলাকার বাসিন্দা রাবনকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৷ বাকি ৬ জনকে বেআইনি চোলাই কারবার চালানোর সময় হাতেনাতে পাকড়াও করা হয়েছে । ধৃতদের কাছ থেকে মোট ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত রাধারানী দাস, সন্তোষ হাজরা ও উত্তম দাসের বাড়ি ভাতার থানার রায়রামচন্দ্রপুর গ্রামে । সাহেব মাঝি কোশিগ্রাম ও বাকি রবি দাস ও ক্ষীরমোহন সাতরা ঢেঁড়িয়া গ্রামের বাসিন্দা । ওই ৬ জন বাড়িতে দীর্ঘদিন ধরে বেআইনি চোলাই মদের কারবার চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ । বৃহস্পতিবার রাতে গোপন সুত্র থেকে খবর পেয়ে তিন গ্রামে অভিযান চালিয়ে ৬ জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ । ধৃতদের মধ্যে রায়রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মহিলাসহ ৩ জনের কাছ থেকে মোট ৩০ লিটার ও বাকি ৩ জনের কাছে মোট ৪০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
অন্যদিকে রাবন টুডুকে বৃহস্পতিবার গভীর রাতে কাশীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করতে দেখে ভাতার থানার পুলিশের একটি টহলদারি ভ্যান । পুলিশ কাছে গেলে সে পালানোর চেষ্টা করে । কিন্তু পুলিশ তার পিছু ধাওয়া করে ধরে ফেলে । জানা গেছে, জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গত মাসের ২৬ তারিখে শিকোত্তর মোড়ে পরিত্যক্ত হোটেলে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দলে ছিল রাবন টুডু । পুলিশ তখন দলের দু’জনকে ধরে ফেললেও রাবনসহ বাকিরা চম্পট দেয় । শেষে বৃহস্পতিবার রাতে জেরার মুখে সেই কথা কবুল করলে ওই ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে । ফের কোনও অসদ উদ্দেশ্যেই ওই ব্যক্তি অত রাতে বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করছিল বলে অনুমান পুলিশের । শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।।