দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৯ ডিসেম্বর : বীরভূম জেলার মহাদেবপুর ও পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাঝামাঝি বয়ে গেছে অজয় নদ । দুই জেলার সীমানা পেড়িয়ে এসে মঙ্গলকোটের একটি ইজারাপ্রাপ্ত বালিঘাট থেকে প্রতিনিয়ত বালি তুলে নিয়ে পালাচ্ছে মহাদেবপুর এলাকার বালি মাফিয়ারা । নিষেধ করতে গিয়ে বালি মাফিয়াদের হুমকির মুখে পড়তে হচ্ছে। এমনই অভিযোগ তুলে সুব্রত দে নামে এক ইজারাদার মঙ্গলকোট ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন । পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন তিনি ।
জানা গেছে,মঙ্গলকোট ব্লকের পালিগ্রাম অঞ্চলে পশ্চিম নবগ্রাম মৌজায় অজয় নদের একটি বালিঘাটের ৯.৮৭ একর এলাকার ইজারা দেওয়া হয়েছে সুব্রত দে নামে ওই ইজারাদারকে । ইজারার মেয়াদ ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত । সুব্রত দে বলেন, ‘মহাদেবপুর এলাকা থেকে প্রতিদিন শতাধিক ট্রাক্টর এসে আমার ইজারা পাওয়া অংশ থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে । এতে একদিকে যেমন আমি লোকসানের মুখে পড়ছি,অন্যদিকে সরকারেও রাজস্বের ক্ষতি । আমি নিষেধ করলে গেলে ওরা হুমকি দিচ্ছে । ইতিপূর্বেও এনিয়ে আমি ভূমি দপ্তরসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে বিষয়টি জানিয়েছিলাম । কিন্তু ওই সমস্ত অবৈধ বালি কারবারিরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে কোনও কিছুতেই তোকাক্কা করছে না । তাই বাধ্য হয়ে ফের একবার এনিয়ে ভূমি দপ্তরসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করলাম ।’ বুধবার ব্লক ভূমি দপ্তর ছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিতভাবে বিষয়টি জানিয়ে বালি মাফিয়াদের হাত থেকে পরিত্রাণের আর্জি জানিয়েছেন বালিঘাটের ওই ইজারাদার ।
এই বিষয়ে মঙ্গলকোট ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রাহুল ঘোষ বলেন, ‘অভিযোগ পেয়েছি । বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে ।’।