দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ ডিসেম্বর : বয়সের নিরিখে এখনও স্কুলে যাওয়ার যোগ্যতা অর্জন করেনি । কিন্তু তাকে কি ? টিভিতে শুনে শুনে মনে রেখে দিয়েছে দেশ বিদেশের রাষ্ট্রপ্রধানের নাম । এমনকি ঠাকুমার মুখে শোনা লক্ষ্মীর পাঁচালি থেকে শিব স্তোত্র সব কন্ঠস্থ হয়ে গেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার চৌঢাক গ্রামের ৩ বছর ৪ মাসের শিশু শিবম মণ্ডলের । ছোট্ট শিবমের স্মৃতিশক্তিতে বিস্মিত কাটোয়াবাসী ।
শুভমের বাবা সুজিত মণ্ডল আসানসোলের একটি স্কুলে শিক্ষকতা করেন । সুজিতবাবু ও রুবি রজক মণ্ডলের একমাত্র সন্তান শিবম । বাড়িতে রয়েছেন সুজিতবাবুর বাবা মাধবচন্দ্র মণ্ডল ও রীতাদেবী । রুবিদেবী বলেন, ‘দুবছর বয়স থেকেই আমার ছেলে যা শুনত সব মনে রাখে দিত । এখন থেকেই বাংলা ও ইংরেজির বর্ণমালা থেকে ধারাপাত সবকিছুই কন্ঠস্থ করে ফেলেছে । টিভিতে দেখে ও শুনে দেশ ও রাজ্যের মন্ত্রীদের নামও মনে রেখে দিয়েছে । এমনকি শাশুড়ি পূজো করার সময় যা মন্ত্রপাঠ করেন আমার ছেলে ওনার পাশে বসে সব শুনে শুনে মুখস্ত করে নিয়েছে । এখন ওই সব মন্ত্র নির্ভুলভাবে বলে দেয় আমার ছেলে ।’ এমনকি শুভম বাড়িতে তাঁদের সঙ্গে ইংরেজিতে কথাও বলে বলে জানিয়েছেন রুবিদেবী ।
শিবমের বাবা সুজিত মণ্ডল বলেন, ‘আমার ছেলে একবার যেটা শুনে নেয় সেটা আর ভোলে না । ছেলেকে পরীক্ষা করার জন্য নির্দিষ্ট কোনও বিষয় সম্পর্কে একবার শুনিয়ে দিয়ে দু’একদিন পর ওই বিষয় নিয়ে জিজ্ঞাসা করে দেখেছি ছেলে সেটা ভোলেনি । সব মনে রেখে দিয়েছে । তারপর থেকে মুখে মুখে বিভিন্ন বিষয়ে পড়ানো শুরু করা হয় ছেলেকে ।’
কাটোয়া ১ ব্লক সুসংহত শিশুবিকাশ প্রকল্প আধিকারিক সন্দীপ সাহা বলেন, ‘ওই পরিবারটির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে । আমি নিজে শিবমকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে দেখেছি নির্ভুলভাবে সব উত্তর দিয়েছে । আমার জীবনে এমন শ্রুতিধর শিশু এই প্রথম দেখলাম । ওই শিশুটি এককথায় জিনিয়াস ।’।