দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৭ ডিসেম্বর : আগ্নেয়াস্ত্রসহ সিআইডির হাতে ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের দুই তৃণমূল কর্মী । ধৃতদের নাম শেখ কাজল (৩৪) ও উত্তম পণ্ডিত(৫৫) । তাঁরা দু’জনেই আউশগ্রামের শিবদা গ্রামের বাসিন্দা । সিআইডি ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে জানা গেছে । জানা গেছে,আউশগ্রামের গুসকরা ২ অঞ্চল যুব তৃণমূলের সভাপতির পদে ছিলেন শেখ কাজল । অন্যদিকে কাজলের প্রতিবেশী পেশায় লটারির টিকিট বিক্রেতা উত্তম পণ্ডিতও তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন । ইদানিং দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল বলে খবর ।
সিআইডি সুত্রে জানা গেছে,গোপন সুত্র থেকে সিআইডি জানতে পারে শেখ কাজল ও উত্তম পণ্ডিত বেআইনি অস্ত্র কারবার চালাতে শুরু করেছে । তারপর থেকে ওই দু’জনের উপর গোপনে নজরদারি শুরু করেছিল সিআইডির গোয়েন্দারা । সোমবার রাতে নওয়াদা রেলস্টেশনে ওই দু’জনকে দেখতে পাওয়া যায় । গতিবিধি সন্দেহজনক লাগায় সিআইডির আধিকারিকরা দু’জনকে আটকে তল্লাশি চালাতেই তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । এরপর তাদের গ্রেফতার করে সিআইডি । সিআইডির অনুমান ওই অস্ত্রগুলি কোথাও পাচার করার মতলবে ছিল ওই দুই ব্যক্তি । কিন্তু অস্ত্র হস্তান্তর করার আগে ধরা পড়ে যায় তারা । এই চক্রে যুক্ত বাকিদের হদিশ পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিআইডির আধিকারিকরা ।
এদিকে দুই তৃণমূল কর্মী অস্ত্রসহ রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের গোয়ান্দাদের হাতে ধরা পড়ায় চরম অস্বস্তিতে পড়েছে শাসকদল । যদিও ধৃতদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন গুসকরা-২ অঞ্চল তৃণমূল সভাপতি তাপস চট্টোপাধ্যায় । তিনি বলেন, ‘বিধানসভা ভোটের পরেই শেখ কাজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে । আর উত্তম পণ্ডিত ভোটের আগে থেকে বিজেপিতে যোগ দিয়েছিল । আমাদের দলের সঙ্গে ওদের কোনও সম্পর্ক নেই ।’।