নিজস্ব প্রতিনিধি,কালনা,১২ ডিসেম্বর : চেন্নাইয়ের স্বর্ণ প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে সোনা চুরি করে নিয়ে পালিয়ে আসার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম বসিরুল সেখ।পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার পুলিশের সহায়তায় চেন্নাইয়ের গুন্ডি থানার তদন্তকারী অফিসার বৃহস্পতিবার রাতে সারাংপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ।পুলিশের দাবি চুরিকরে আনা ৮৫০ গ্রাম সোনার মধ্যে ৩৬৪ গ্রাম সোনা
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে। শুক্রবার ধৃতকে পেশ করা হয় কালনা মহকুমা আদালতে ।চুরি যাওয়া বাকি সোনা ও ঘটনায় জড়িত অপর অভিযুক্তের নাগাল পেতে গুন্ডি থানার তদন্তকারী অফিসার এদিন ধৃত বাসিরুলকে ট্রানজিট রিমান্ডে চেন্নাই নিয়ে যাবার আবেদন জানায় আদালতে । বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন ।
পুলিশ জানিয়েছে , পশ্চিমবঙ্গের বাসিন্দা
বসিরুল সেখ , প্রসেন মণ্ডল ও স্বরবিন্দু সর্দার
চেন্নাইয়ের গুণ্ডি থানা এলাকার একটি গহনা তৈরির প্রতিষ্ঠানে কাজে যোগ দেয়। অভিযোগ
এই তিনজন মিলে ওই প্রতিষ্ঠান থেকে ৮৫০ গ্রাম সোনা চুরিকরে নিয়ে পালিয়ে আসে ।
প্রতিষ্ঠানের মালিক ঘটনা সবিস্তার জানিয়ে গুন্ডি থানায় অভিযোগ দায়ের করেন । দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গুন্ডি থানার পুলিশ বাংলায় এসে কয়েকদিন আগে স্বরবিন্দু সরদারকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে চেন্নাই নিয়ে যায়। স্বরবিন্দুকে জিজ্ঞাসাবাদ করে গুন্ডি থানার পুলিশ সোনা চুরির ঘটনায় পূর্বস্থলীর বসিরুল সেখের যুক্ত থাকার কথা জানতে পারে ।বসিরুলকে গ্রেপ্তার করে এদিন ট্রানজিট রিমান্ডে চেন্নাই নিয়েগেল গুন্ডি থানার পুলিশ । তাকে জেরা করেই চেন্নাই পুলিশ পলাতক অভিযুক্ত প্রসেন মণ্ডলের নাগাল পেতে চাইছে ।