এইদিন ওয়েবডেস্ক,মায়ানমার,০৬ ডিসেম্বর : সোমবার মায়নমারের একটি আদালত ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা আং সান সু কি’কে ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল । সেনাবাহিনীর বিরুদ্ধে জনসাধারণকে উস্কানি দেওয়া ও কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে । সু কি’কে ৫০৫ (বি) ধারায় দুই বছরের কারাদণ্ড এবং প্রাকৃতিক দুর্যোগ আইনে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ।প্রাক্তন রাষ্ট্রপতি উইন মিন্টকেও একই অভিযোগে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে ।
ফেব্রুয়ারির ১ তারিখে মায়নমারের সামরিক অভ্যুত্থান হয় । আটক করা হয় ৭৬ বছর বয়সী আং সান সু কি’কে । তাঁর বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ তোলা হয়েছে । দোষী সব্যস্ত করা হলে তাঁর সর্বোচ্চ ১০২ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে ।।