এইদিন ওয়েবডেস্ক,ইংল্যান্ড,০৫ ডিসেম্বর : যার জীবনটাই কেটে যায় মূলত ঘরের চার দেওয়ালে পাক খেতে খেতে। সেই কিনা পৌছে গেল একেবারে বিদেশের মাটিতে । পাক্কা ৭ হাজার কিলোমিটার পাড়ি দিল । এক মার্কিন সরীসৃপের ইংল্যান্ড সফর আপাতত চর্চার বিষয় হয়ে উঠেছে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের রৌদ্রোজ্জ্বল ফ্লোরিডা। লাখ লাখ পর্যটকদের পছন্দের “হলিডে ডেস্টিনেশন”। কিন্তু ছুটির দিন কাটিয়ে বাড়ি ফিরে যদি বুঝতে পারেন আপনার ব্যাগে করে অনাকাঙ্ক্ষিত এক অতিথিও চলে এসেছে কেমন লাগবে? অবিশ্বাস্য মনে হলেও ইংল্যান্ডের র্যাচেল বন্ডের ক্ষেত্রেও ঠিক এমন ঘটনাই ঘটেছে ।
র্যাচেল সম্প্রতি ফ্লোরিডার অরল্যান্ডো থেকে ঘুরে ইংল্যান্ডের হুইটলি বে-তে বাড়িতে ফিরে এমনই এক অতিথির দেখা পেয়েছেন । ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, র্যাচেলের মা তার ব্যাগ খোলার সময় ব্যাগের মধ্যে একটি টিকটিকি দেখতে পান। গ্রিন অ্যানোল লিজার্ড নামের ওই টিকটিকিটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যায় ৷
নিরীহ প্রাণিটি প্রায় ৭ হাজার ২৫০ কিলোমিটার ভ্রমণ করে যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ডে চলে এসেছে।
জানা গেছে, সরীসৃপটিকে ইংল্যান্ডের দাতব্য সংস্থা রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমালসের (আরএসপিসিএ) হেফাজতে রাখা হয়েছে।ডেইলি মেইলের ওই প্রতিবেদনে বলা হয়েছে, র্যাচেলের মা ব্যাগ গোছানোর সময় ঘরের মেঝেতে সরীসৃপটিকে হেঁটে বেড়াতে দেখেন এবং কার্যত আঁতকে ওঠেন ।
আরএসপিসিএ জানিয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা স্টোওয়াওয়ে টিকটিকিটিকে তার নিজ দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে ।আরএসপিসিএ-এর পরিদর্শক লুসি গ্রিন বলেন, “টিকটিকিটি খুব ভাগ্যবান। কারন এমন অবিশ্বাস্য যাত্রার পরেও বেঁচে রয়েছে।” নেচার জার্নাল অনুসারে, অ্যানোল লিজার্ডের আদি বাসভূমি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। এই প্রজাতিটির মার্কিন যুক্তরাষ্ট্রে বহুল দেখা মেলে