এইদিন ওয়েবডেস্ক,অ্যান্টওয়ার্প,০৫ ডিসেম্বর : বেলজিয়ামের এন্টওয়ার্প(Antwerp) চিড়িয়াখানার দুটি জলহস্তির কোভিড পজিটিভ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে । এই বিষয়ে বেলজিয়ামের জাতীয় ভেটেরিনারি ল্যাবের তরফ থেকে জানানো হয়েছে, এন্টওয়ার্প চিড়িয়াখানার ১৪ বছরের ইমানি ও ৪১ বছর বয়সী হারমিয়েনের উপসর্গবিহীন করোনায় আক্রান্ত হয়েছে । হারমিয়েনের মেয়ে ইমানি । চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতা হিসেবে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । এই প্রজাতির মধ্যে করোনা আক্রান্ত হওয়া বিশ্বের মধ্যে এটিই প্রথম রিপোর্ট বলে মনে করেছেন এন্টওয়ার্প চিড়িয়াখানা কর্তৃপক্ষ । চিড়িয়াখানার পশু চিকিৎসক ফ্রান্সিস ভারকামেন (Francis Vercammen) বলেন, ‘আমি যে টুকু জানি তাতে এই প্রজাতিতে এই প্রথম করোনা আক্রান্ত হল । বিশ্বব্যাপী এই ভাইরাসটির সন্ধান বানর এবং বিড়ালের মধ্যে পাওয়া গেলেও জলহস্তির মধ্যে এযাবৎ পাওয়া যায়নি ৷’
করোনাভাইরাস সাধারনত একটি প্রাণী থেকে মানুষের মধ্যে এসেছে বলে মনে করা হয় । এবং এটিও প্রমানিত যে ভাইরাসটি মানুষ থেকে অন্য প্রাণীর মধ্যেও ছড়িয়েছে । যেমন বিড়াল, কুকুরসহ অনান্য গৃহপালিত পশুরা সাধারনত তাদের মালিকদের সংস্পর্শে এসে সংক্রামিত হয়েছে । এছাড়া চিড়িয়াখানার ক্ষেত্রে বাঘ, ওটার,প্রাইমেট এবং হায়েনাদের মধ্যেও করোনা সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেছে । এমনকি হরিণের মতো বন্য প্রাণীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস । কিন্তু জলহস্তির মধ্যে করোনা সংক্রমিত হওয়ার ঘটনা এই প্রথম ৷ ওই দুই জলহস্তি মা ও মেয়ের মধ্যে করোনা কি করে ছড়াল তার কারন অনুসন্ধান শুরু করেছে এন্টওয়ার্প চিড়িয়াখানা কর্তৃপক্ষ ।।