এইদিন ওয়েবডেস্ক,ইংরেজবাজার(মালদা),০৫ ডিসেম্বর : আধ কুইন্টালের অধিক গাঁজাসহ ৫ দুষ্কৃতিকে গ্রেফতার করল মালদা জেলার ইংরেজবাজার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আজিজুল ইসলাম,জয়ন্ত বর্মন,সাদেক মিয়াঁ,নূর হোসেন ও আব্দুল করিম । ধৃতদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি যথাক্রমে আলিপুরদুয়ার জেলার পূর্ব কাঠালবাড়ি ও যোগেন্দ্রনগর এলাকায় । বাকি তিনজনের মধ্যে সাদেক ও নূর হোসেন মালদার কৃষ্ণপুরে এবং আব্দুল করিম কালিয়াচকের নারায়নপুরের বাসিন্দা । শনিবার রাতে ইংরেজবাজার থানা এলাকায় মালদা বাইপাসে কৃষিমান্ডির উলটো দিকে জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় তাদের ৫১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় দুষ্কৃতিদের চড়ে আসা একটি সুইফট ডিজায়ার্স গাড়ি । রবিবার ধৃতদের মালদার বিশেষ আদালতে তুলে পুলিশ পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতদের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন ।
পুলিশ সুত্রে জানা গেছে,শনিবার সন্ধ্যা নাগাদ ইংরেজবাজার থানায় খবর আসে বিপুল পরিমান গাঁজা নিয়ে ফালাকাটা জলপাইগুড়ির দিক থেকে একটি সুইফট ডিজায়ার গাড়িতে চড়ে ৫ জন মালদার দিকে আসছে । মালদাতে ওই চক্রের লোকজন আছে । তাদের সঙ্গে নিয়ে মুর্শিদাবাদে ওই গাঁজা পাচার করা হবে বলে পুলিশের কাছে খবর আসে । এদিকে এই খবর পেতেই মালদা বাইপাসে নাকা চেকিং শুরু করে ক্রাইম ব্রাঞ্চের পুলিশবাহিনী । ইতিমধ্যে ওই সুইফট ডিজায়ার্স গাড়িটিও চলে আসে । পুলিশ গাড়িটির ডিকি খুলেতেই দেখতে পায় একটি পলিথিনের বস্তা ভর্তি ৫১ কেজি গাঁজা রয়েছে । এরপর পুলিশ গাড়িতে থাকা ওই ৫ যুবককে গ্রেফতার করে । সেই সঙ্গে গাঁজা ও গাড়িটি আটক করে পুলিশ ।
এর পিছনে একটি বড়সড় চক্র কাজ করছে বলে অনুমান পুলিশের । ইতিপূর্বে ওই চক্রটি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গাঁজা সরবরাহ করেছিল বলে ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ৷ শনিবার রাতে উদ্ধার হওয়া গাঁজা তারা মনিপুর থেকে এনেছিল। উন্নত মানের ওই গাঁজার বর্তমান বাজার মূল্য ৭-৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ । চক্রের বাকিদের হদিশ পেতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাতে শুরু করেছে ।।