এইদিন ওয়েবডেস্ক,অররিয়া,০৫ ডিসেম্বর : আদালতে কোনও মামলা গেলে তার নিষ্পত্তি কবে হবে তা অনুমান করা কারোর পক্ষেই সম্ভব নয় । মামলার নিষ্পত্তি হতে বছরের পর বছরও কেটে যায় । ফলে দেশের বিচার ব্যাবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেন মামলাকারীরা । বর্তমান এই পরিস্থিতিতে মাত্র এক দিনের মধ্যে আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্তের সাজা ঘোষণা করে নজির সৃষ্টি করেছিল বিহারের অররিয়া জেলা(Araria District)
আদালত । একই দিনে সাক্ষীদের বয়ান ও উভয়পক্ষের উকিলের যুক্তি শোনার পর অভিযুক্তকে দোষী সব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত । সেই সঙ্গে আদালত নির্যাতিতাকে ২ লাখ টাকা দিতে সরকারকে নির্দেশ দিয়েদিয়েছিল ।।
পুলিশ ও আদালত সুত্রে জানা গেছে,চলতি বছরের ২৩ জুলাই বিহারের অররিয়া জেলার নরপতগঞ্জ থানায় (Narpatganj Police Station) জনৈক দিলীপ কুমার যাদব নামে বছর ত্রিশের এক যুবকের বিরুদ্ধে প্রতিবেশী ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয় । অভিযোগ দায়েরে এক সপ্তাহের মধ্যে দিলীপ কুমারকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী আধিকারিক রীতা কুমারী । ১৮ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয় । ২০ সেপ্টেম্বর মামলাটি আদালতে ওঠে ৷ ৪ অক্টোবর মামলার শুনানি হয় । একই দিনে বিতর্ক হয় এবং একই দিনে অভিযুক্তের সাজা হয় ।
নির্যাততার পক্ষে স্বাক্ষ্য দেয় তার বাবা-মা, ভাই, দুই ডাক্তার, একজন সহকারী নার্স, তদন্তকারী পুলিশ আধিকারিক এবং দুই প্রতিবেশী সহ ১০ জন । তবে অভিযুক্তর পক্ষে কেউ সাক্ষী দিতে আসেনি । শুনানি শুরু হয় ৪ অক্টোবর সকাল সাড়ে ন’টা নাগাদ । দিনভর শুনানির পর বিকাল ৫ টার মধ্যে রায় ঘোষণা করেন বিচারক । মামলায় নির্যাততা পক্ষের আইনজীবী ছিলেন শ্যাম লাল যাদব । অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী ছিলেন বিনীত প্রকাশ ।
বিহার সরকারের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে,পকসো আইনের অধীনে এটিই দ্রুততম বিচার । ২০১৮ সালে সালে মধ্যপ্রদেশের একটি আদালত তিন দিনের মধ্যে মামলার সাজা ঘোষণা করে রেকর্ড গড়েছিল । এটি সেই রেকর্ডও ভেঙে দিয়েছে বলে বিহার সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ।।
ছবি : সৌজন্যে গুগুল ।