এইদিন ওয়েবডেস্ক,গলসি(পূর্ব বর্ধমান),০৪ ডিসেম্বর : দিনের বেলায় গ্রামের ভিতরে ঘুরে বেড়াচ্ছিল একটি অসুস্থ শিয়াল । গ্রামবাসীরা সাহায্যের জন্য এগিয়ে গেলে শিয়ালটি তাঁদের দাঁদ মুখ খিঁচিয়ে তেড়ে আসছিল । শেষে তাঁরা কোনও রকমে শিয়ালটিকে আটকে রেখে বনদপ্তরে খবর দেয় । শনিবার পূর্ব বর্ধমান জেলার গলসি থানার গলিগ্রাম থেকে ওই অসুস্থ শিয়ালটিকে উদ্ধার করে নিয়ে যান বনদপ্তরের কর্মীরা ।
গ্রামবাসীরা জানিয়েছেন,শুক্রবার সকাল থেকে গলিগ্রামের রাস্তায় রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করছিল শিয়ালটি । তবে শিয়ালটি বেশি হাঁটাচলা করতে পারছিল না । গ্রামবাসী অসিম চক্রবর্তী বলেন, ‘শেয়ালটি গতিবিধি দেখে মনে হচ্ছিল সে অসুস্থ । তাই আমরা তাকে খাবার দিতে যাচ্ছিলা । তখন সে আমাদের দিকে দাঁত খিঁচিয়ে তেড়ে আসছিল । এমনকি পাশ দিয়ে কেউ গেলে তেড়ে আসছিল শিয়ালটি । ফলে আমরা খুব ভয়ে ভয়ে ছিলাম । তাই আমরা কোনও রকমে শিয়ালটিকে একটি নির্মিয়মান ঘরে আটকে রেখে দিই । তারপর এদিন সকালে বনদপ্তরকে খবর দেওয়া হয় ।’
জানা গেছে,খবর পেয়ে গলিগ্রাম আসেন বনদপ্তরের কসবা শাখার বিট অফিসার নবকুমার ঘোষসহ বনদপ্তরের কর্মীরা । আসেন গলসি-১ পঞ্চায়েত সমিতির বন ও ভুমির কর্মাধ্যক্ষ বিমল বাউরী । শেষে বনদপ্তরের লোকজন শিয়ালটিকে খাঁচা বন্দি করেন।
বনদপ্তরের আধিকারিক নবকুমার ঘোষ বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে শিয়ালটি অসুস্থ । শিয়ালটিকে বর্ধমান রমনাবাগানে পাঠানো হয়েছে । সেখানেই তার চিকিৎসা চলবে ।’।