এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,১১ ডিসেম্বর ঃ ‘কেউ যদি আমাদের মারে, তার বদলা তো মারই হবে ।আমাদের ১৩০ জন কর্মীকে মারা হয়েছে । এছাড়া প্রচুর মহিলার উপর অত্যাচার হয়েছে । তার বদলা আমরা নেবই ।’ শুক্রবার সকালে হাওড়া জেলা হাসপাতালে আহত দলীয় কর্মীদের দেখতে এসে এই ভাষাতেই শাসকদলের প্রতি বার্তা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ।
বৃহস্পতিবার ডায়মন্ডহারবার যাওয়ার পথে বিজেপির শীর্ষ নেতৃত্বের ওপর হামলার ঘটনা ঘটেছিল। তারই প্রতিবাদে ওইদিন হাওড়া জেলা বিজেপির সদরের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় । এই কর্মসুচীকে কেন্দ্র করে হাওড়া ডিএম বাংলোর সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । ঘটনার সময় দায়িত্ব প্রাপ্ত পুরুষ পুলিশের বিরুদ্ধে দলের মহিলা কর্মীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি । অন্যদিকে পুলিশকে হেনস্থার অভিযোগ উঠেছে বিজেপির মহিলা কর্মীদের বিরুদ্ধে ।
অগ্নিমিত্রা পালের অভিযোগ,’গতকাল দলের সর্বভারতীয় সভাপতির উপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ হয়েছিল। সারা রাজ্যের পাশাপাশি হাওড়াতেও দলের মহিলা মোর্চা প্রতিবাদে সামিল হয় । বিক্ষোভ হচ্ছে জেনেও কেবল মাত্র ৪-৫ জন মহিলা পুলিশকে পাঠানো হয়েছিল । বাকি সব পুরুষ পুলিশ । তারা আমাদের মেয়েদের গায়ে হাত দিয়েছে । ওরা মেয়েদের পেটে লাথি মেরেছেন ।’
দেখুন ভিডিও :
জানা গেছে,বৃহস্পতিবার বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসুচীর সময় বেশ কয়েকজন মহিলা বিজেপি কর্মী গুরুতর আহত হন । তাঁদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় । এদিন সকালে তাদের দেখতে হাওড়া জেলা হাসপাতালে আসেন অগ্নিমিত্রা পাল । আহত মহিলা কর্মীদের দেখে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন , ‘মাননীয়া মুখ্যমন্ত্রী কি বলছে কি করছেন নিজেও জানেন না । উনি কলপাড়ের ভাষা চিরকালই বলে এসেছেন । এখনও বলছেন । উনি বুঝে গেছেন উনি আর থাকছেন না । তাই ভিন রাজ্যের পরামর্শদাতার পরামর্শে আমাদের উপর আক্রমন শানাচ্ছেন । কিন্তু উনি বুঝতে পারছেন আমাদের উপর যত অত্যাচার করবেন তত আমরা তাড়াতাড়ি সিংহাসনের দিকে এগিয়ে যাব ।’
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের সমবায় মন্ত্রী অরুপ রায় বলেন, ‘বিজেপি উশৃংখল দল । তারা নিজেরাই দলের নেতাদের ওপর হামলা করে নিজেরা খবরের শিরোনামে আসার চেষ্টা করছে ।’