শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ ডিসেম্বর : শনিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার কৃষি মান্ডিতে উদ্ধার হল বিশাল আকৃতির একটি গোখরো সাপ । আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । ভাতার কৃষি মান্ডিতে একটি দোকানের পাশে ওই সাপটি দেখতে পায় স্থানীয় ব্যবসায়ীরা । এরপর খবর দেওয়া হয় ভাতার গ্রামের বাসিন্দা বাপি সর্দার নামে এক ব্যক্তিকে । শেষে তিনি এসে প্রায় ৬ ফুট দীর্ঘ ওই খরিশ গোখরো সাপটিকে উদ্ধার করেন । সাপটিকে থেকে দেখতে ভিড় জমে যায় । পরে সাপটিকে ভাতারের ওড়গ্রাম জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ।
জানা গেছে, পেশায় রঙমিস্ত্রি বাপি সর্দারের বাড়ি ভাতার গ্ৰামের চৌধুরী পাড়ায় । ছোটবেলা থেকেই তাঁর সাপ ধরার নেশা । কোনও প্রশিক্ষণ না নিয়েই কার্যত খালি হাতেই তিনি সাপ ধরেন । এলাকার কোনও গৃহস্থের বাড়িতে সাপ বের হলেই তাঁকে খবর দেওয়া হয় । তিনি সেই সাপ ধরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন । একবার একটি সাপের ছোবলও খেতে হয় তাঁকে । কিন্তু তখন সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান । সম্প্রতি সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু ঘটনাও ঘটেছে এরাজ্যে । উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও মালদার জেলার ইংরেজবাজার এলাকার দুই যুবকের মৃত্যু হয় সাপ ধরতে গিয়ে । তাই বাপি সর্দারকে যথাযথ প্রশিক্ষণ ও সতর্কতা না নিয়ে সাপ ধরা থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দিয়েছে এলাকার বাসিন্দারা ।।