শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ নভেম্বর : বর্তমানে গ্রামাঞ্চলে শুরু হয়েছে আমন ধান ঘরে আনার প্রক্রিয়া । এলাকার সড়ক পথ দিয়ে প্রতিনিয়ত যাতায়ত করছে ট্রাক্ট্রর ও হারভেস্টর মেশিন । মাঠ থেকে উঠে আসা ওই সমস্ত যানবাহনের চাকায় লেগে থাকা কাদা এসে পড়ছে সড়ক পথের উপর । ফলে বিপাকে পড়তে হচ্ছে পথচারী, সাইকেল ও মোটরসাইকেল আরোহীদের । দূর্ঘটনার মত পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে । তাই দূর্ঘটনা এড়াতে শুক্রবার বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথে ‘কাদা সাফাই অভিযান’ চালালো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । তবে শুধু সাফাই অভিযানই নয়,এনিয়ে সচেতন করার জন্য ট্রাক্ট্রর ও হারভেস্টরের মালিকদের নিয়ে একটি বৈঠক করতে চলেছে ভাতার থানার পুলিশ । এই বিষয়ে ভাতার থানার ওসি সৈকত মন্ডল জানিয়েছেন,শনিবার এলাকার হারভেস্টর মেশিন ও ট্রাকটর মালিকের বৈঠকে ডাকা হয়েছে । নিয়মিত যানবাহনের চাকার কাদা পরিষ্কার করার জন্য তাঁদের বার্তা দেওয়া হবে বলে তিনি জানান ।
পাশাপাশি এদিন সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে ভাতার থানার বিভিন্ন জায়গায় প্রচার চালায় পুলিশ । ট্যাবলো নিয়ে ভাতার ও বলগোনা বাজারে পদযাত্রা করা হয় । বাইক চালকদের হেলমেট ব্যাবহার করা,যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয় ।।