এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৩ ডিসেম্বর : কন্যা সন্তানেত জন্ম দেওয়ায় স্ত্রীকে বেসরকারি হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেল স্বামী । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার একটি বেসরকারি হাসপাতালে । স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন নিতে না আসায় দীর্ঘ ২২ দিন ধরে শিশুকন্যাকে নিয়ে হাসপাতালেই থাকতে বাধ্য হচ্ছেন পূজা মাড্ডি নামে বছর একুশের ওই গৃহবধু । শেষে হাসপাতাল কর্তৃপক্ষ মালদা জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলে সন্তানসহ বধুকে মালদার হোমে রাখার ব্যবস্থা করেছে ।
জানা গেছে,বালুরঘাটের মঙ্গলপুর গ্রামে বাড়ি পূজা মাড্ডির ৷ একই এলাকার বাসিন্দা পেশায় শ্রমিক সুরাজ বেসরার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল । বছর দেড়েক আগে তাঁদের বিয়ে হয় । গত ১২ তারিখে বধুর প্রসব বেদনা হলে তাঁকে মালদার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন ।
পূজা বলেন, ‘হাসপাতালে আসার পর সিজার করে একটি কন্যা সন্তানের জন্ম দিই । তারপর ৩-৪ দিন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম । জ্ঞান ফিরলে দেখি স্বামী নেই । নেই শ্বশুরবাড়ির লোকজন । তখন আমি স্বামীর মোবাইলে ফোন করি । কিন্তু স্বামী সাফ জানিয়ে দেয় আমি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় আমাকে ফিরিয়ে নিয়ে যাবে না । পুত্রসন্তান হলে বাড়ি ফিরিয়ে নিয়ে যেত । তাই বাধ্য হয়ে আমাকে হাসপাতালেই থাকতে হচ্ছে । কিন্তু সন্তানকে নিয়ে আমি বাড়ি ফিরতে চাই ।’যদিও বধুর শ্বশুরবাড়ি ফেরার ইচ্ছাপূরণ হয়নি । দুধের শিশুকে নিয়ে তাঁর আপাতত ঠাঁই হয়েছে একটি সরকারি হোমে ।।